বিচারপতি অমৃতা সিংহ। — ফাইল চিত্র।
বাবাসাহেব অম্বেডকর বিশ্ববিদ্যালয়ের ৬০ জন পড়ুয়াকে বিএড কোর্সের প্রথম সিমেস্টারে বসার সুযোগ করে দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, ওই ৬০ জন পড়ুয়াকে পরীক্ষায় বসতে দিতে হবে। আগামী এক মাসের মধ্যে তাঁদের পরীক্ষার বন্দোবস্ত করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। পাশাপাশি, ছাত্র ভর্তি নিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের কাছে রিপোর্ট চেয়েছে আদালত। হাই কোর্টের নির্দেশ, আগামী দু’সপ্তাহের মধ্যে ওই রিপোর্ট দিতে হবে। ক্লাসে উপস্থিতির হার কম থাকায় ওই ৬০ জন পড়ুয়াকে পরীক্ষায় বসতে দেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, নিয়ম মোতাবেক পড়ুয়ারা কমপক্ষে ১০০ দিন ক্লাস করলে পরীক্ষায় বসতে দেওয়া হয়। ওই ৬০ জন ৭৭ দিন ক্লাস করেছেন। তাই তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। মামলাকারীদের আইনজীবীর সওয়াল, ওই শ্রেণিতে এমন অনেক পড়ুয়া রয়েছেন, যাঁরা ১০০ দিন উপস্থিত না-থেকেও পরীক্ষা দিয়েছেন। তা ছাড়া নিয়ম মোতাবেক জরিমানা দেওয়ার কথাও বলা ছিল। ওই ৬০ জন ২৩ দিনের জরিমানার টাকা দিয়েছেন। তার পরেও তাঁদের পরীক্ষা দিতে দেওয়া হয়নি। পরীক্ষা নিয়ে সব পড়ুয়ার ক্ষেত্রে সমান মনোভাব দেখাননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মামলায় ওই বিশ্ববিদ্যালয়ের কাছে রিপোর্ট চেয়েছে হাই কোর্ট। বিচারপতি সিংহের নির্দেশ, ২০২৩ সালের শিক্ষাবর্ষ শুরু হওয়ার পরে কতগুলি কলেজকে বিএড করানোর অনুমতি দিয়েছিল বিশ্ববিদ্যালয়, তা রিপোর্ট দিয়ে জানাতে হবে। ওই রিপোর্টে উল্লেখ করতে হবে, শিক্ষাবর্ষ শুরুর মধ্যবর্তী সময়ে কারা ভর্তি হয়েছেন, ক্লাসে তাঁদের উপস্থিতির হার কত, তাঁদের মধ্যে কত জনকে প্রথম সিমেস্টারের পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে।