Calcutta High Court

‘গন্ডগোল হলে কি দুর্গাপুজো বন্ধ হয়?’ রামনবমীতে হাওড়ায় জোড়া মিছিলের অনুমতি দিল হাই কোর্ট

রামনবমীতে মিছিল করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিল অঞ্জনীপুত্র সেনা এবং বিশ্ব হিন্দু পরিষদ নামে দু’টি সংগঠন। পুলিশ তাদের অনুমতি দেয়নি। এর পরে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করে তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১৭:৩০
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

হাওড়ায় রামনবমীর জোড়া মিছিলে অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

Advertisement

শুক্রবার আদালত জানিয়েছে, মিছিলে ধাতুর তৈরি কোনও অস্ত্র ব্যবহার করা যাবে না। দুই সংগঠনের সর্বমোট এক হাজার মানুষ মিছিলে যোগ দিতে পারবেন। আর মিছিলে অংশগ্রহণকারীদের প্রত্যেকের নাম-পরিচয় জানাতে হবে পুলিশকে। শুধু তা-ই নয়, মিছিলে হাঁটার সময় প্রত্যেকের কাছে নাম-পরিচয় লেখা কার্ড থাকতে হবে।

বস্তুত, রামনবমীতে মিছিল করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিল অঞ্জনীপুত্র সেনা এবং বিশ্ব হিন্দু পরিষদ নামে দু’টি সংগঠন। পুলিশের তাদের অনুমতি দেয়নি। এর পরে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করে তারা। এই মামলায় রাজ্যের বক্তব্য, অতীতে রামনবমীকে কেন্দ্র করে হাওড়ার ওই এলাকায় অশান্তির নজির রয়েছে। সেই অভিজ্ঞতা থেকে সাবধানতা অবলম্বন করেই অনুমতি দেয়নি পুলিশ। তারা সতর্কমূলক পদক্ষেপ করেছে।

Advertisement

যার প্রেক্ষিতে বিচারপতি ঘোষের মন্তব্য, ‘‘দুর্গাপুজোয় কোথাও গন্ডগোল হলে কি পুজো বন্ধ করে দেওয়া হয়? কোনও এলাকা নিয়ে পুলিশের আইনশৃঙ্খলাজনিত সমস্যা থাকলে তা রাজ্যের পক্ষে ভাল দেখায় না। ওই জায়গায় কি প্রতি দিন গন্ডগোল হয়?’’ এর পরেই মিছিলের অনুমতি দেয় হাই কোর্ট।

হাই কোর্টের নির্দেশ, রামনবমীর সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিছিল করবে অঞ্জনীপুত্র সেনা। বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মসূচি পালন করতে পারবে বিশ্ব হিন্দু পরিষদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement