—প্রতীকী চিত্র।
রাজারহাটে গোষ্ঠীসংঘর্ষে চলল এলোপাথাড়ি গুলি। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের জেরে এই ঘটনা বলে প্রাথমিক ভাবে খবর। স্থানীয় সূত্রে দাবি, তৃণমূল নেতা সব্যসাচী দত্ত এবং রাজারহাট-নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলি চলেছে। তাপসের গোষ্ঠীই সব্যসাচীর অনুগামীদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ।
সব্যসাচী বলেন, ‘‘আমি ঘটনার কথা শুনেছি। দুষ্কৃতীদের আলাদা কোনও পরিচয় হয় না। দুষ্কৃতীরা দুষ্কৃতীই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদের প্রশ্রয় দেন না।’’ পাল্টা তাপস বলেন, ‘‘রাজারহাট-নিউ টাউনে সকলেই আমার অনুগামী। তাঁরা কেউ দুষ্কৃতী নন। আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। পুলিশ তদন্ত করছে। দেখা যাক।’’
রাজারহাটের নারায়ণপুর থানা এলাকার ইজ়রায়েলি পাড়ায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে অভিযোগ, গুলি চলেছে এলাকাবাসী আজাদ বাবা নামে এক ব্যক্তির বাড়িতে। আজাদের দাবি, তিনি বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচীকে ইদে নিমন্ত্রণ করেছিলেন। তা নিয়েই তাপসের রাগ। তার পরেই এই গন্ডগোল।
আজাদ বলেন, ‘‘তাপস চট্টোপাধ্যায় আমার বাবাকে উল্টোপাল্টা কথা বলেছিল সব্যসাচী দত্তকে ইদে নিমন্ত্রণ করেছিলাম বলে। আমরা তারই প্রতিবাদ করেছিলাম। এর পরেই অন্তত ১০০ জন বাইক নিয়ে এসে আমাদের উপর হামলা চালায়। ওরা তাপসের গুন্ডাবাহিনী। আমাদের খুব মারধর করেছে। ঘরে ঢুকে গুলি চালিয়েছে। পুলিশ এসেছে। আমরা থানায় অভিযোগ জানাচ্ছি। দুষ্কৃতীদের গ্রেফতার চাই।’’
পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণেই রয়েছে।