CID investigation for Book Theft Case

‘রিকশায় নিয়ে যাওয়া তো সম্ভব নয়’! ইসলামপুরে বই চুরির সিআইডি তদন্তের নির্দেশ দিল হাই কোর্ট

২০২২ সালে উত্তর দিনাজপুরের ইসলামপুর স্কুল এসআইয়ের অফিস থেকে ২ লক্ষ বই চুরির অভিযোগ ওঠে। পুলিশ সঠিক ভাবে তদন্ত করছে না, এই অভিযোগ তুলে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৮
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

উত্তর দিনাজপুর বই চুরির ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ওই ঘটনায় সিআইডি তদন্ত করবে। ১২ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে নিম্ন আদালতে রিপোর্ট দেবে।

Advertisement

জনস্বার্থ মামলাকারীর আইনজীবী দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং কার্তিককুমার রায়ের আবেদনের প্রেক্ষিতে হাই কোর্টে নির্দেশ দিয়েছে, এডিজি সিআইডি এক জন দক্ষ অফিসারকে এই মামলার তদন্তভার দেবে। ওই মামলার তদন্তে শিক্ষা দফতর, জেলাশাসককে সহযোগিতা করতে হবে। পাশাপাশি প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, ‘‘মনে হচ্ছে এটি বৃহত্তর ষড়যন্ত্র। রিকশায় করে তো বই নিয়ে যাওয়া সম্ভব নয়।’’

প্রসঙ্গত, ২০২২ সালে উত্তর দিনাজপুরের ইসলামপুরে সাব ইন্সপেক্টর অফ স্কুল (স্কুলের এসআই)-এর দফতর থেকে দু’লক্ষ পাঠ্যবই চুরির অভিযোগ ওঠে। চুরি যাওয়া বইয়ের মূল্য আনুমানিক তিন কোটি টাকা। ওই বই চুরির তদন্ত পুলিশ সঠিক ভাবে করছে না, এই অভিযোগ তুলে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারীরা সিবিআই তদন্তের আবেদন জানিয়েছিলেন। তাঁরা জানিয়েছিলেন, স্কুল পড়ুয়াদের জন্য ওই সব বই রাজ্যের শিক্ষা দফতর থেকে জেলা স্কুল পরিদর্শকের অফিসে যায়। সেখান থেকে বইগুলি এসআই অফিসে পাঠানো হয়।

Advertisement

এর পরে জেলার প্রাথমিক স্কুলগুলি সেই অফিস থেকে বই সংগ্রহ করে বিনামূল্যে পড়ুয়াদের মধ্যে বিলি করে। সেই বই এসআই অফিস থেকে চুরি যাওয়ার ঘটনায় পুলিশ কী পদক্ষেপ করেছে জানতে চাওয়া হলে হাই কোর্টকে রাজ্য জানিয়েছিল, দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নভেম্বর মাসে চার্জশিট দেওয়া হয়েছে। অনেক বই উদ্ধার হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত গ্রামবাসীদের একাংশের দাবি মেনে সিআইডি তদন্তের নির্দেশ দিল হাই কোর্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement