Suvendu Adhikari

শুভেন্দুকে উলুবেড়িয়ায় মিছিল করার অনুমতি দিল হাই কোর্ট, তবে বেঁধে দিল কিছু শর্তও

উলুবে়ড়িয়ায় বিজেপির মিছিলে অনুমতি দেয়নি পুলিশ। এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ১৫:৫৪
Share:

শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

উলুবে়ড়িয়ায় বিজেপির মিছিলে অনুমতি দেয়নি পুলিশ। এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলায় শুভেন্দুকে মিছিলের অনুমতি দিল উচ্চ আদালত। শুক্রবার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

আগামী সোমবার উলুবেড়িয়ায় মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিল বিজেপি। তাদের দাবি, সেই মতো পুলিশের কাছে অনুমতিও চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। এর পরেই হাই কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। মামলা ওঠে বিচারপতি বিভাস পট্টনায়েকের বেঞ্চে। শুক্রবার সেই মামলার শুনানিতে বিচারপতি শুভেন্দুকে মিছিলের অনুমতি দিয়েছেন। তবে কয়েকটি শর্তও দিয়েছে হাই কোর্ট।

আদালত জানিয়েছে, মিছিল শেষে সভায় যাতে দু’হাজারের বেশি লোকের জমায়েত না হয়। জাতীয় স়ড়কেও কোনও রকম যানজট করা যাবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement