GST

Casino: আংশিক জিএসটির সওয়াল ক্যাসিনোয়

প্রশাসনিক মহলের খবর, কয়েকটি ক্ষেত্রে করের হার কমানোর পক্ষে সওয়াল করেছিল কয়েকটি রাজ্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২২ ০৬:০২
Share:

প্রতীকী ছবি।

আগের অবস্থান থেকে কিছুটা সরে এসে ক্যাসিনো ব্যবসার পুরোটার বদলে ‘গ্রস গেমিং রেভিনিউ’ বা জিজিআর-এর উপরে জিএসটি বসানোর পক্ষে সওয়াল করল মন্ত্রিগোষ্ঠী। যদিও মঙ্গলবার মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে অনলাইন গেমিং, ঘোড়দৌড় বা ক্যাসিনোর পুরো অর্থের উপরেই জিএসটি বসানোর পক্ষে ফের সওয়াল করেছে পশ্চিমবঙ্গ। এতে উত্তরপ্রদেশকে পাশে পেয়েছে তারা।

Advertisement

প্রশাসনিক মহল জানিয়েছে, অতীতে অনলাইন গেমিং, ঘোড়দৌড় বা ক্যাসিনোর পুরো অর্থের উপরেই ২৮% জিএসটি চাপানোর প্রস্তাব থাকলেও এখন মন্ত্রিগোষ্ঠী মনে করছে, আন্তর্জাতিক পদ্ধতি মেনে তা বসানো উচিত শুধু জিজিআর-এর উপরে। সেই জন্য এ দিনের বৈঠকের পরে বিষয়টি পাঠানো হয়েছে সংশ্লিষ্ট আইন কমিটির কাছে। আগামী মাসের তৃতীয় সপ্তাহে জিএসটি কাউন্সিলের বৈঠক হওয়ার কথা। তার আগে, ১০ অগস্টের মধ্যে আইন কমিটিকে এ ব্যাপারে রিপোর্ট দিতে বলা হয়েছে।

প্রশাসনিক মহলের খবর, কয়েকটি ক্ষেত্রে করের হার কমানোর পক্ষে সওয়াল করেছিল কয়েকটি রাজ্য। অনলাইন গেমিং, ঘোড়দৌড় বা ক্যাসিনোয় পুরো অর্থ, নাকি শুধু কমিশনের উপরে জিএসটি আদায় করা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। পশ্চিমবঙ্গ সরকারের যুক্তি, ক্যাসিনোর ব্যাবসা বেড়েছে প্রায় ৪৭%। ফলে বাজির অঙ্ক, পুরস্কার মূল্য এবং পরিষেবা ফি-র উপরে জিএসটি আদায় করা উচিত। উত্তরপ্রদেশও একই কথা বলেছে এ দিন। বাংলায় ক্যাসিনোর দাপট ততটা না-থাকলেও ঘোড়দৌড় হয়ে থাকে। প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেকের বক্তব্য, গোয়ার মতো যে-সব রাজ্যে ক্যাসিনো জনপ্রিয়, তাদের তরফে এ ক্ষেত্রে আপত্তি সব চেয়ে বেশি। যদিও ঘোড়দৌড়ের ক্ষেত্রে পুরো অর্থের উপরে জিএসটি বসালে তাতে এ রাজ্যের আয় কিছুটা হলেও বাড়বে।

Advertisement

রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “সামাজিক ভাবেও আমাদের সচেতন থাকা প্রয়োজন। সেই জন্য অনলাইন গেমিং, ঘোড়দৌড় বা ক্যাসিনোর পুরো অর্থের উপরেই সর্বোচ্চ ২৮% কর ধার্য করার কথা বলা হয়েছে। জিএসটি কাউন্সিলের বৈঠকে আইন কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হতে পারে।”

অতীতে অনলাইন গেমিংয়ে প্রতিযোগিতার প্রবেশমূল্য-সহ মোট মূল্যের উপরে জিএসটি বসানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। রেস কোর্সের ক্ষেত্রে বাজির মোট অর্থের উপরে এবং ক্যাসিনোয় চিপ-কয়েনের মোট মূল্যের উপরে জিএসটি বসানোর প্রস্তাব দিয়েছিল মন্ত্রিগোষ্ঠী। বাকি পরিষেবাগুলির কর অপরিবর্তিত রাখার কথা বলা হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement