উত্তপ্ত দেশ, সতর্ক রাজ্য

ভিন্‌রাজ্যে ঘটে চলা ধারাবাহিক অশান্তির প্রভাবে ফের যাতে উত্তাপ না-ছড়ায় সে বাড়তি সতর্ক গোটা প্রশাসন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯ ০৩:২৫
Share:

প্রতীকী ছবি।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের আবহে এ রাজ্যের গোয়েন্দা বিভাগ এবং পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিল নবান্ন। কোনও ধরনের অপপ্রচার এবং ‘ছদ্মবেশী’ অসাধু ব্যক্তিদের উস্কানিমূলক আচরণ ঠেকাতে পুলিশকে তৎপর থাকতে বলা হয়েছে।

Advertisement

সিএএ-র প্রতিবাদে দিনকয়েক আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল এ রাজ্যের কয়েকটি এলাকা। তবে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু ভিন্‌রাজ্যে ঘটে চলা ধারাবাহিক অশান্তির প্রভাবে ফের যাতে উত্তাপ না-ছড়ায় সে বাড়তি সতর্ক গোটা প্রশাসন। বিশেষ করে জোর দেওয়া হয়েছে গোয়েন্দা-তথ্য সংগ্রহের উপর।

রাজ্য প্রশাসনের এক শীর্ষকর্তা বলেন, ‘‘রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী ধারাবাহিক ভাবে চেষ্টা চালিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। আশা করা যায়, আর কোনও সমস্যা হবে না। কিন্তু তার মানে এটা নয়, আমরা নিশ্চিন্ত হয়ে থাকব। গোটা দেশের বিভিন্ন প্রান্তে আইনশৃঙ্খলার যে সমস্যা চলছে, তার প্রভাব থেকে এ রাজ্যকে আড়াল করে রাখা সবচেয়ে বড় কাজ। সেই দিকে লক্ষ্য রেখে প্রশাসনকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement