Ballygunge

By-Election: শনিবার বালিগঞ্জ ও আসানসোল উপনির্বাচনের ফলাফল, গণনা শুরু ৮টায়

গণনাকেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তায় প্রথম স্তরে রাজ্য পুলিশের প্রহরা। দ্বিতীয় স্তরে থাকবে রাজ্য এবং কেন্দ্রীয় বাহিনীর নজরদারি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ০৭:১৫
Share:

ফাইল চিত্র।

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আজ, শনিবার বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা উপনির্বাচনের গণনা হবে। আগের বারের মতোই গণনার সময়ে ত্রিস্তরীয়
নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে। গণনাকেন্দ্রের দু’শো মিটারের মধ্যে ১৪৪ ধারাও জারি থাকার কথা যথারীতি।

Advertisement

হেস্টিংস টিচার ট্রেনিং কলেজে বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ১৬টি টেবিলে গণনা হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন সূত্রের খবর, ১৯ রাউন্ডের মধ্যেই গণনা সম্পূর্ণ হওয়ার কথা। সংশ্লিষ্ট মহলের ধারণা, সকাল আটটা থেকে শুরু হওয়া গণনায় বেলার মধ্যেই প্রার্থীদের ভাগ্য স্পষ্ট হয়ে যাবে। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে আসানসোল লোকসভা উপনির্বাচনের গণনায় টেবিল সংখ্যা সর্বনিম্ন ১০ এবং সর্বাধিক ১৭টি থাকবে। ১৪-১৮ রাউন্ডের মধ্যে গণনা শেষ হতে পারে। সেই গণনার পরে বুথ সংখ্যার নির্দিষ্ট শতাংশ ভিভিপ্যাট স্লিপ গোনা হতে পারে। স্ট্রংরুমের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। সেখানে তিনটি শিফটে আটজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের প্রহরা রয়েছে।

গণনাকেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তায় প্রথম স্তরে রাজ্য পুলিশের প্রহরা রাখা হচ্ছে। দ্বিতীয় স্তরে থাকবে রাজ্য এবং কেন্দ্রীয় বাহিনীর নজরদারি। গণনাকেন্দ্রের প্রবেশ পথে তৃতীয় স্তরে মোতায়ন থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। কমিশন সূত্রের খবর, আগের বারের মতোও এ বারেও মোবাইল নিয়ে গণনাকেন্দ্রে প্রবেশাধিকার থাকবে না। দু’শো মিটারের মধ্যে জমায়েত করার ব্যাপারেও নিষেধাজ্ঞা থাকছে। গণনাকেন্দ্রের ওই এলাকায় কোনও গাড়ি ঢুকতে দেওয়া হবে না। বৈধ পরিচয়পত্র ছাড়া ওই এলাকায় প্রবেশাধিকারও নেই কারও। রীতিমতো তল্লাশি করে তবে বৈধ পরিচয়পত্রধারীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement