গ্রাফিক: শৌভিক দেবনাথ
উপনির্বাচনে কার্যত ৩-০তে বিজেপিকে ধরাশায়ী করে ফের সাফল্যের মুখ দেখল লোকসভায় কিছুটা ব্যাকফুটে চলে যাওয়া তৃণমূল। খড়্গপুর-কালিয়াগঞ্জ-করিমপুরের মধ্যে প্রথম দু’টি কেন্দ্রে ইতিমধ্যেই জয়ী হয়েছে তারা। তৃতীয় কেন্দ্রের গণনা এখনও চলছে। তবে যে ব্যবধানে তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছেন, তাতে তাঁর জয়ও নিশ্চিত, ইঙ্গিত।
উপনির্বাচনের ফলাফলে সবচেয়ে বড় চমক কালিয়াগঞ্জ কেন্দ্রে। ২ হাজার ৪১৮ ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ। যদিও এই কেন্দ্রে প্রথম থেকেই এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছবিটা পাল্টাতে শুরু করে। ১০ রাউন্ডের ব্যবধান কমাতে কমাতে শেষ পর্যন্ত সপ্তম রাউন্ডে এসে বিজেপি প্রার্থীকে পিছিয়ে এগিয়ে যান তৃণমূল প্রার্থী। তার পর বাকি তিনটি রাউন্ডে সেই ব্যবধান আর টপকাতে পারেননি কমলবাবু। মাত্র ছ’মাস আগে লোকসভা ভোটের নিরিখে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী এগিয়ে ছিলেন ৫৬ হাজার ৭৬২ ভোটে। সেখান থেকে এই ব্যবধান কমিয়ে ফের তৃণমূল প্রার্থীর জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
অন্য দিকে, খড়্গপুর সদর কেন্দ্রের উপনির্বাচনেও ছ’মাসের মধ্যেই পাল্টে গেল চিত্র। যদিও এই কেন্দ্রে গণনার শুরুর দিকে অন্য চমক ছিল। প্রথম রাউন্ডের গণনার শেষে এগিয়ে ছিলেন বাম-কংগ্রেস জোটের প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডল। যদিও পরের রাউন্ডেই এগিয়ে যান বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝাঁ। কিন্তু বেলা বাড়তেই এখানেও চিত্রটা পাল্টাতে থাকে। ধীরে ধীরে ব্যবধান কমাতে থাকেন এবং পঞ্চম রাউন্ডেই বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে যান তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। তার পর থেকে গণনা যত এগিয়েছে, ব্যবধান বাড়িয়েছেন তৃণমূল প্রার্থীর। এই কেন্দ্রেও শেষ লোকসভা ভোটের নিরিখে খড়্গপুর সদর কেন্দ্রে বিজেপি এগিয়ে ছিল ৪৫ হাজার ১৩২ ভোটে। আবার ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি এই কেন্দ্র থেকে জিতেছিল ৬ হাজার ৩০৯ ভোটে। শেষ পর্যন্ত জয়ী হন তৃণমূল প্রার্থী।
করিমপুর বিধানসভা কেন্দ্রটি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। ভোটের দিন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল এই কেন্দ্রে। তবে উপনির্বাচনের গণনায় তেমন কোনও চমক নেই। কারণ ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ১৫ হাজার ৯৮৯ ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী। অন্য দিকে, এ বছর লোকসভা নির্বাচনের নিরিখেও এই বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী। এ বারের তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায় জিতেছেন ২৪ হাজার ১১৯ ভোটে। উল্লেখযোগ্য ভাবে লোকসভার নিরিখে এবং গত বিধানসভা ভোটে জয়ের যে ব্যবধান ছিল, সেটা আরও অনেকটাই বাড়ল।
লাইভ আপডেট:
• করিমপুরে ২৪ হাজার ১১৯ ভোটে জিতলেন তৃণমলূ প্রার্থী বিমলেন্দু সিংহ রায়
• কালিয়াগঞ্জ কেন্দ্রে প্রাপ্ত ভোটের হার: তৃণমূল ৪৪.৭%, বিজেপি ৪৩.৫% এবং বাম-কংগ্রেস জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী ৮.৬%
• খড়গপুর কেন্দ্রে তৃণমূল পেয়েছে ৪৭.৪ শতাংশ ভোট। বিজেপি ৩৩.৮ শতাংশ এবং বাম-কংগ্রেস জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী পেয়েছেন ১৪.৭ শতাংশ ভোট
• করিমপুরে নবম রাউন্ড গণনার পর তৃণমূল প্রার্থী এগিয়ে ২৩৬৫০ ভোটে
• খড়গপুর কেন্দ্রের প্রার্থী জিতলেন ২০ হাজার ৮১১ ভোটে
• খড়্গপুর কেন্দ্রেও তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার জয়ী
• ১১ রাউন্ড শেষে খড়্গপুর কেন্দ্রে ১৬ হাজার ৩৫৫ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী
• পঞ্চম রাউন্ডের শেষে করিমপুরে তৃণমূল প্রার্থী এগিয়ে ২৮ হাজার ১০২ ভোটে
• কালিয়াগঞ্জ কেন্দ্রে ২ হাজার ৪০৩ ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ
• করিমপুরে চতুর্থ রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে ২৭ হাজার ২৫১ ভোটে
• খড়্গপুর সদর কেন্দ্রে অষ্টম রাউন্ডের শেষে ১৩ হাজার ১৪২ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী
• কালিয়াগঞ্জে অষ্টম রাউন্ড শেষে ২১ হাজার ৮৫ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ
• কালিয়াগঞ্জে সপ্তম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ এগিয়ে গেলেন ৩ হাজার ২০৪ ভোটে
• খড়্গপুরের পর কালিয়াগঞ্জেও এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী
• ষষ্ঠ রাউন্ডের শেষে খড়্গপুর কেন্দ্রে ১১ হাজার ২৫২ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী
• ষষ্ঠ রাউন্ডের শেষে কালিয়াগঞ্জে মাত্র ৮২৪ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী
• কালিয়াগঞ্জে ব্যবধান কমছে বিজেপি প্রার্থীর
• করিমপুরে তৃতীয় রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে ২৩ হাজার ৫৮৬ ভোটে
• কালিয়াগঞ্জে পঞ্চম রাউন্ডে ৩ হাজার ২৫৫ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার
• খড়্গপুরে ষষ্ঠ রাউন্ডের শেষে ব্যবধান আরও বাড়ালেন তৃণমূল প্রার্থী
• কালিয়াগঞ্জে চতুর্থ রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার এগিয়ে ৫ হাজার ১৩ ভোটে, দ্বিতীয় স্থানে তৃণমূল
• তৃণমূল প্রার্থী এগিয়ে গেলেন ৫ হাজার ৪৮২ ভোটে
• পঞ্চম রাউন্ডের শেষে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার
• কালিয়াগঞ্জে তৃতীয় রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী এগিয়ে ১ হাজার ৬১৯ ভোটে
কালিয়াগঞ্জে একসঙ্গে তৃণমূল প্রার্থী তপন দেবসিংহ ও বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার। — নিজস্ব চিত্র
• করিমপুরে দ্বিতীয় রাউন্ডের শেষে ১৪ হাজার ৯২২ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায়
• চতুর্থ রাউন্ডের শেষে খড়্গপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী এগিয়ে ৯১৫ ভোটে
• দ্বিতীয় রাউন্ডের শেষে করিমপুর কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী
• দ্বিতীয় রাউন্ডের শেষে খড়্গপুর কেন্দ্রে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী, প্রথম রাউন্ডের শেষে এই কেন্দ্রে এগিয়ে ছিলেন বাম-কং জোট প্রার্থী
• কালিয়াগঞ্জ কেন্দ্রে দ্বিতীয় রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার এগিয়ে ২ হাজার ৬৩৫ ভোটে।
গণনাকেন্দ্রের বাইরে কালিয়াগঞ্জের বাম-কংগ্রেস জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী ধীতশ্রী রায়। —নিজস্ব চিত্র
• খড়্গপুর কেন্দ্রে প্রথম রাউন্ডের শেষে বাম কংগ্রেস জোট প্রার্থী এগিয়ে ৫৪৪ ভোটে
• প্রথম রাউন্ডের শেষে কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী এগিয়ে ১ হাজার ৬০০ ভোটে।
• করিমপুর কেন্দ্রে প্রথম রাউন্ড শেষে ৪ হাজার ৬৪৩ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী