ফাইল চিত্র।
ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর। শনিবার চিকিৎসকরা পাম অ্যাভিনিউয়ের বাড়িতে গিয়ে তাঁকে দেখে আসেন।
শনিবার বুদ্ধকে আর হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলেননি চিকিৎসকরা। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকার কারণে আপাতত হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই বলেই মনে করছেন চিকিৎসকরা। এর আগে বুদ্ধদেবকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন তাঁরা। কিন্তু তিনি ভর্তি হতে রাজি হননি। বাড়িতেই চিকিৎসা করাতে চেয়েছেন।
শারীরিক অবস্থা আগের তুলনায় ভাল থাকার কারণে তাঁর আবেদন মেনে নেন চিকিৎসকরা। শনিবার নতুন করে কোনও পরীক্ষা হয়নি তাঁর। আপাতত হোম আইসোলেশনেই থাকবেন বুদ্ধদেব।