সুন্দরবন নিয়ে নিজের লেখা বই প্রকাশ করলেন সমাজ নৃতত্ত্ববিদ অমিতেশ মুখোপাধ্যায়। বইয়ের নাম লিভিং উইথ ডিজাস্টারস: কমিউনিটিজ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন দ্য ইন্ডিয়ান সুন্দরবনস। গত ৬ এপ্রিল বইটি প্রকাশ করেন সুন্দরবনের টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা তুষার কাঞ্জিলাল। সুন্দরবনের প্রাণী সংরক্ষণ, প্রকৃতি ও জীবনযাপনের ছবি এই বইতে তুলে ধরেছেন লেখক।
সন্ধে সাড়ে ৬টা নাগাদ অনুষ্ঠানের সূচনা করেন অক্সফোর্ড বুকস্টোরের ডিরেক্টর ময়না ভগত। প্রকাশের আগে বইটি সম্পর্কে বলেন দিল্লির কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের প্রীতি হিঙ্গোরানি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুরঞ্জন দাস, মাইগ্রেশন স্টাডিজ অ্যাট ক্যালকাটা রিসার্চ গ্রুপের অধ্যাপক রণবীর সমাদ্দার, দিল্লি স্কুল অফ ইকনমিক্সের সমাজ নৃতত্ত্বের অধ্যাপিকা রোমা চট্টোপাধ্যায়।
বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজতত্বের অধ্যাপক অমিতেশ মুখোপাধ্যায় পড়াশোনা করেছেন কলকাতা, দিল্লি ও লন্ডনে।