SFI

পাশে দাঁড়াতে রক্ত

সোমবার রক্ত সংগ্রহের বাসে রক্তদান শিবিরের আয়োজন করেছিল কলকাতা জেলা ছাত্র পরিষদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০২০ ০৫:২৫
Share:

বাসে রক্তদানের কর্মসূচিতে শুভঙ্কর সরকার, ময়ূখ বিশ্বাসরা। নিজস্ব চিত্র।

করোনার আবহে বিপন্নদের জন্য রক্ত সংগ্রহের অনুষ্ঠানে মিলে গেল ছাত্র পরিষদ এবং এসএফআই। কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সোমবার রক্ত সংগ্রহের বাসে রক্তদান শিবিরের আয়োজন করেছিল কলকাতা জেলা ছাত্র পরিষদ। কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার, আশুতোষ চট্টোপাধ্যায়, অশোক ভট্টাচার্য, যুব নেতা রোহন মিত্র, কলকাতা জেলা ছাত্র পরিষদের সভাপতি অর্ঘ্য গণের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন এসএফআইয়ের সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস, রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, কলকাতা জেলা সম্পাদক অর্জুন রায় প্রমুখ। বাসে বিধি মেনে রক্ত দিয়েছেন ৪০ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement