বিজেপির যুব সংগঠনের রাজ্য সভাপতি দেবজিৎ সরকার।
যুব মোর্চার রাজ্য সভাপতিকে পুলিশ হেফাজতে রাতভর নির্যাতনের অভিযোগ তুলল বিজেপি। বুধবার বিজেপির ডাকা বন্ধের দিনে উত্তর দিনাজপুরের ইসলামপুরে ছিলেন দলের যুব সংগঠনের রাজ্য সভাপতি দেবজিৎ সরকার। তাঁকে পুলিশ গ্রেফতার করে। কিন্তু বৃহস্পতিবার বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, রাতে পুলিশ অত্যাচার চালিয়েছে দেবজিতের উপরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও পৌঁছেছে খবর। রিপোর্ট তলব করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু।
দেবজিৎ সরকারকে গ্রেফতার করা হয়েছে কি না, তা নিয়েই প্রথমে ধোঁয়াশা তৈরি হয়েছিল। ইসলামপুরের রাস্তায় বাইক থামিয়ে বুধবার দেবজিতকে পুলিশ গ্রেফতার করে বলে খবর আসে। পরে জানা যায়, দেবজিতের পরিচয় জানার পরে বিকেলে তাঁকে মুক্তি দিয়েছে পুলিশ। কিন্তু রাজ্য বিজেপির তরফে বার বারই জানানো হচ্ছিল, দেবজিৎ সরকারকে ছাড়া হয়নি। কিন্তু গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়েও পুলিশ স্পষ্ট করে কিছু জানাচ্ছে না।
পরে জানা যায়, দেবজিৎ সরকারকে গ্রেফতারই করা হয়েছিল। বৃহস্পতিবার তাঁকে ইসলামপুর আদালতে তোলাও হয়। বিজেপির রাজ্য নেতৃত্বের তরফে সাধারণ সম্পাদক সায়ন্তন বসু উপস্থিত ছিলেন আদালতে। তিনি বলেন, ‘‘দেবজিৎ সরকারের উপরে রাতভর অত্যাচার হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হয়েছে। রাজ্যপালের সঙ্গেও কথা বলেছেন আমাদের রাজ্য নেতৃত্ব।’’
বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে ফাইল চালাচালি শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন: কার গুলিতে ছাত্রমৃত্যু? ইসলামপুর কাণ্ডে সিআইডিকে তদন্তের ভার দিল রাজ্য সরকার
আরও পড়ুন: সংগ্রামপুর বিষমদ-কাণ্ডে দোষী সাব্যস্ত খোঁড়া বাদশা-সহ ৪ জন, সাজা ঘোষণা কাল
বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সহ-সভাপতি মধুকেশ্বর দেশাই ই-মেলে স্বরাষ্ট্র মন্ত্রককে বিষয়টি জানিয়েছেন বলে বিজেপি সূত্রের খবর। মধুকেশ্বরের মেল পেয়েই কেন্দ্র তৎপর হয়। ইসলামপুর থানায় বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতির সঙ্গে ঠিক কী ঘটেছে, সে বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি এখন ইলাহাবাদে রয়েছেন। বিজেপি নেতাদের দাবি, রাজ্যপাল সেখান থেকেই বিষয়টি নিয়ে তৎপর হয়েছেন। তবে রাজভবন সূত্রে সে বিষয়ে কিছু জানা যায়নি।
শুধু স্বরাষ্ট্র মন্ত্রকে আর রাজ্যপালের কাছে নালিশ করেই বিজেপি ক্ষান্ত হয়নি। ইসলামপুর থানায় যুব মোর্চার রাজ্য সভাপতির উপরে রাতভর অত্যাচারের অভিযোগ নিয়ে রাজ্য পুলিশের নানা মহলেও কথা বলেছেন বিজেপি নেতারা। সায়ন্তন বললেন, ‘‘রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) অনুজ শর্মার সঙ্গে আমি কথা বলেছি। এই রকম ঘটনা কী ভাবে ঘটতে পারে! পুলিশ কোন সাহসে যুব মোর্চার রাজ্য সভাপতির উপরে থানায় নির্যাতন চালায়! আমি জবাব চেয়েছি।’’ বিজেপি নেতার দাবি, অনুজ শর্মা জানিয়েছেন যে, এমন কোনও ঘটনার খবর তাঁর কাছে নেই। তবে এমন কিছু যদি সত্যিই ঘটে থাকে, তা হলে তা দুর্ভাগ্যজনক এবং তিনি নিজে খোঁজ নেবেন বলে অনুজ শর্মা আশ্বাস দিয়েছেন। জানিয়েছে বিজেপি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে চিঠি পেয়ে বিষয়টি নিয়ে তৎপর হয়েছে রাজ্য। যদিও রাজ্য পুলিশের তরফে এ নিয়ে কোনও বক্তব্য এখনও জানা যায়নি।