Locket chatterjee

জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ, স‌ভাপতির পদত্যাগের দাবিতে হুগলিতে বিজেপি কর্মীদের বিক্ষোভ

শুক্রবার চুঁচুড়ার তিন নম্বর গেটে বিজেপি হুগলি জেলা কার্যালয়ে বৈঠক করতে এসেছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভিতরে দলের বৈঠক চলাকালীনই বাইরে ওই বিক্ষোভ দেখান কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০২১ ১৯:৩৬
Share:

নিজস্ব চিত্র।

বিজেপি-র হুগলি জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক দীপাঞ্জন গুহকে পদ থেকে সরানো দাবিতে বিক্ষোভ দেখালেন জেলার গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা। শুক্রবার চুঁচুড়ার তিন নম্বর গেটে বিজেপি হুগলি জেলা কার্যালয়ে বৈঠক করতে এসেছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভিতরে দলের বৈঠক চলাকালীনই বাইরে ওই বিক্ষোভ দেখান কর্মীরা।

বৈঠকের পর দিলীপ ঘোষ বেরিয়ে আসতেই তাঁকে ঘিরেও বিক্ষোভ শুরু হয়। কর্মীদের বক্তব্য, দলের জন্য তাঁরা মার পর্যন্ত খেয়েছেন। ভোটের পর বহু কর্মী ঘর ছাড়া। অথচ জেলা নেতৃত্ব তাঁদের ঘরে ফেরানোর জন্য উপযুক্ত ব্যবস্থা নেননি। দীপাঞ্জন এবং গৌতমের বিরুদ্ধে অভিযোগ, ভোটের সময়ে তাঁরা তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছিলেন। আর সেই কারণেই হুগলি জেলায় দলের বিপর্যয় ঘটেছে।

কর্মী বিক্ষোভের এই ঘটনায় তৃণমূলের ইন্ধন রয়েছে বলে দাবি করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘দলের খারাপ সময় চলছে। বড় পরাজয় হয়েছে। দলের কর্মীদের মান-অভিমান একটা বড় বিষয়। এই সময়ে তৃণমূলের মদতে কিছু লোক এই কাজ করছেন। তাঁদের চিহ্নিত করে শো কজ করা হবে। দলের বিরুদ্ধে ক্ষোভ থাকলে দলের ভিতরে আলোচনা করতে হবে। বাইরে নয়।’’

Advertisement

লকেটের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। তাদের বক্তব্য, বিজেপি একটি বিশৃঙ্খল দল। ওই দলে এমন ঘটনা ঘটছে, সেটাই স্বাভাবিক। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement