Firhad Hakim

Firhad Hakim: রাজনৈতিক খুন নয়, হতাশায় আত্মহত্যা করছেন বিজেপিকর্মীরা, দাবি ফিরহাদ হাকিমের

রাজনৈতিক খুন নয়, হতাশায় আত্মঘাতী হচ্ছেন পশ্চিমবঙ্গের বিজেপিকর্মীরা। এমনটাই দাবি করলেন কলকাতার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০২২ ২০:৩১
Share:

কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। ফাইল চিত্র।

রাজনৈতিক খুন নয়, হতাশায় আত্মহত্যা করছেন বিজেপিকর্মীরা। এমনটাই বললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সোমবার তিনি বলেন, ‘‘বিজেপি যারা করছে, তারা হতাশায় ভুগছে। ২০২১ সালে যখন ভোট হয়েছিল, তখন অনেক রকম গালগল্প শুনিয়েছিল। কাউকে বলেছিল রেলে চাকরি দেবে। কাউকে বলেছিল আয়কর দফতরে চাকরি দেবে। এই সব কথা বলে দলে দলে গরিবের ছেলেমেয়েদের নামিয়েছিল। আমিও অবাক হয়েছিলাম, চেতলা এলাকায় দলে দলে ছেলেমেয়েরা কেন বিজেপি করছে? পরে যখন তাদের বিজেপি নেতার দরকার পড়ল, তখন আর কোনও বিজেপি নেতাকে পাওয়া গেল না।’’

Advertisement

চলতি মাসের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা সফরে এসেছিলেন। সেই সময় কলকাতার কাশীপুরে ঝুলন্ত দেহ উদ্ধার হয় বিজেপিকর্মী অর্জুন চৌরাসিয়ার। প্রয়াত কর্মীর বাড়িতেও যান অমিত। রাজ্য বিজেপি অভিযোগ করে, তৃণমূল দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন অর্জুন। আদালতের নির্দেশে কমান্ড হাসপাতালে অর্জুনের দেহের ময়নাতদন্ত হয়। সেই রিপোর্টে জানানো হয়, অর্জুন আত্মহত্যা করেছেন। সেই প্রসঙ্গ তুলে ফিরহাদ বলেন, ‘‘কাশীপুরের ঘটনাতেও বিজেপি আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। কিন্তু এক্ষেত্রে তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।’’তিনি আরও বলেন, ‘‘এখন বিজেপি কর্মীরা অন্ধকার দেখছে। উপর থেকে নীচে সবাই হতাশায় ভুগছে। এখানে কোনও রাজনৈতিক খুন হয় না। অবসাদে আত্মহত্যা করছেন।’’

ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের ‘বিদ্রোহী’ মনোভাবের প্রসঙ্গ এড়িয়ে গেলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খোঁচা দেন ফিরহাদ। তিনি বলেন, ‘‘অবসাদ এখন গোটা বিজেপি-কে গ্রাস করেছে। তবে বিরোধী দলনেতাকে হতাশা গ্রাস করেছে কিনা, তা বলতে পারব না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement