সরস্বতী দাস।
মাথায় গুলি করে খুন করা হল এক মহিলা বিজেপি কর্মীকে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার তকিপুর কাঠগোলাপাড়ায়। পুলিশ জানায়, নিহতের নাম সরস্বতী দাস (৩৭)। সন্ধ্যায় বাড়িতে একাই ছিলেন তিনি।
রাতে স্বামী শুভঙ্কর বাড়ি ফিরে দেখেন, উঠোনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন স্ত্রী। মাথায় গভীর ক্ষত। টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশের অনুমান, আগ্নেয়াস্ত্রে সাইলেন্সর লাগিয়ে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। গুলি চলার শব্দ কেউ পাননি বলেই জানিয়েছে পাড়া-পড়শিরা।
বিজেপির জেলা সভাপতি গণেশ ঘোষ জানান, তাঁদের দলের সক্রিয় কর্মী সরস্বতী বিভিন্ন আন্দোলনের সামনের সারিতে থাকতেন। আগেও রাজনৈতিক কারণে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি।