সুকান্ত মজুমদার। — ফাইল চিত্র।
পঞ্চায়েত ভোটে জিতলে বিজেপি কী ভাবে তা পরিচালনা করবে, সে বিষয়টি খোলসা করলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের বিভিন্ন জেলা পরিষদে প্রাক্তন পদাধিকারীদের কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে, তাঁদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার কথাও জানিয়েছেন তিনি। শনিবার কলকাতা প্রেস ক্লাবে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান ছিল। সেখানেই দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান সুকান্ত।
আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। শাসক দল তৃণমূলের পরেই সব চেয়ে বেশি মনোনয়ন জমা করেছে বিজেপি। সুকান্তের দাবি, বিজেপি এই ভোট যুদ্ধে শাসক দলকে সব চেয়ে বেশি প্রতিযোগিতার মধ্যে ফেলবে। তাঁর কথায়, ‘‘আমরা কোনও জেলা পরিষদে ক্ষমতায় এলে তা হবে দুর্নীতিমুক্ত। আগে যাঁরা ওই সব পদে থেকে দুর্নীতি করেছেন, তাঁদের বিরুদ্ধে এফআইআর করা হবে।’’ একই সঙ্গে সুকান্ত বলেন, ‘‘শুধু এফআইআর নয়, দুর্নীতি করে সাধারণ মানুষের অর্থ নয়ছয় করা সেই টাকা উদ্ধার করা সাধারণ মানুষের কাজে লাগানো হবে।’’
সুকান্তের আশা, উত্তরবঙ্গ ছাড়াও রাঢ়বঙ্গের জেলাগুলিতে পঞ্চায়েত ভোটে ভাল ফল করবে বিজেপি। কোনও জেলা পরিষদ ত্রিশঙ্কু হলে শাসক দলকে রুখতে তৃণমূল-বিরোধী বাম বা কংগ্রেসের হাত বিজেপি ধরবে কি না প্রসঙ্গে সুকান্ত বলেন, ‘‘নীতিগত ভাবে বামফ্রন্ট বা কংগ্রেসের সঙ্গে আমাদের জোট সম্ভব নয়। আর এমন পরিস্থিতি তৈরি হলে রাজ্য কমিটি বসে এই সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেবে।’’ পঞ্চায়েত স্তরে তেমন পরিস্থিতি হলে? সুকান্তের কথায়, ‘‘সে ক্ষেত্রে স্থানীয় নেতৃত্বই পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন।’’
গত বৃহস্পতিবার প্রেস ক্লাবের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেছিলেন, ‘‘নীতিগত ভাবে তৃণমূল বা বিজেপির সঙ্গে আমাদের জোট সম্ভব নয়। পঞ্চায়েত ভোটে মানুষের জোটেই আমরা ভরসা রাখছি।’’