Cooch Behar

বিহারের পর বাংলা, দিলীপের স্লোগান কোচবিহারে, পাল্টা কটাক্ষ তৃণমূলের

তিনি আরও বলেন, ‘‘দেশের পশ্চিম থেকে যাত্রা শুরু করে পশ্চিমবঙ্গের সীমান্তে এসে দাঁড়িয়েছে বিজেপি। মানুষের মনে পরিবর্তনের হাওয়া লেগেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২০ ১৬:৫২
Share:

চা চক্রে দিলীপ ঘোষ। —নিজস্ব চিত্র

বিহার ভোটের ফল বেরোতেই এ রাজ্যে উচ্ছ্বসিত বিজেপি। কোচবিহারে এসে রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষ স্লোগান তুললেন, ‘এ বার বাংলা, পারলে সামলা’। কোচবিহার দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীকে বিজেপি-তে যোগদানের আহ্বানও জানিয়েছেন তিনি। যদিও জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, ২০২১-এর বিধানসভা নির্বাচনে কোচবিহারে একটি আসনও পাবে না বিজেপি।

Advertisement

তিন দিনের সফরে উত্তরবঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ। মঙ্গলবার জলপাইগুড়ির পর বুধবার কোচবিহারে একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে তাঁর। এ দিন প্রাতঃভ্রমণে বেরিয়ে একটি চা-চক্রে যোগ দেন তিনি। সেখানেই ওই স্লোগানের পাশাপাশি মিহির গোস্বামীকে দলে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘‘বেশ কয়েক দিন ধরেই অন্তরালে রয়েছেন মিহির গোস্বামী। আপনি বিজেপিতে যোগ দিন।’’ একই সঙ্গে তৃণমুল নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘‘তৃণমূলের যে সব নেতা দলে থাকতে গিয়ে দম বন্ধ হয়ে আসছে, তাঁরা মুক্ত হাওয়ায় শ্বাস নিন। বিজেপিতে যোগ দিন এবং বাংলার উন্নয়ন করুন।’’ তিনি আরও বলেন, ‘‘দেশের পশ্চিম থেকে যাত্রা শুরু করে পশ্চিমবঙ্গের সীমান্তে এসে দাঁড়িয়েছে বিজেপি। মানুষের মনে পরিবর্তনের হাওয়া লেগেছে।’’

মিহিরের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে কোচবিহারের জেলা সাধারণ আবদুল জলিল আহমেদ বলেন, ‘‘মুখে বলা সহজ, কিন্তু বাস্তবে করা কঠিন। এটা বিহার নয়, এটা পশ্চিমবঙ্গ। ’২১-এর নির্বাচনে জয় আমাদেরই। উনি রাজনৈতিক কর্মসূচিতে কোচবিহারে আসতেই পারেন। কিন্তু জয় আমাদেরই হবে। কোচবিহারে একটি আসনও বিজেপি পাবে না।’’

Advertisement

আরও পড়ুন: মাত্র ১২ ভোটে হিলসায় জয়ী জেডিইউ প্রার্থী! কী বললেন ৫ ভোটে হারা সুজন চক্রবর্তী

আরও পড়ুন: ‘লোকাল ট্রেন তো চালু হল, কিন্তু আমাদের পেটের কী হবে?’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement