প্রতীকী ছবি।
রাজ্য সরকারি কর্মীদের বাদ দিয়ে শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীদের আগামী বিধানসভা ভোটে ভোটকর্মী হিসাবে ব্যবহারের দাবি তুলল বিজেপি। এই দাবি নিয়ে শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) আরিজ আফতাবের সঙ্গে দেখা করেন বিজেপির নির্বাচন কমিশন বিভাগের আহ্বায়ক শিশির বাজোরিয়া, রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, বিধায়ক সব্যসাচী দত্ত এবং দলের রাজ্য সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা তাপস রায় বিজেপির ওই দাবিকে কটাক্ষ করে বলেছেন, ‘‘ভোটে জেতার জন্য মরিয়া হয়ে এর পর হয়তো বিজেপি নেতারা দেশের বাইরে থেকে লোক আনতে চাইবেন!’’
বিজেপি নেতাদের অভিযোগ, বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা এবং সদস্যেরা তৃণমূলের প্রতি তাঁদের সমর্থন ঘোষণা করেছেন। এমনকি, ওই বৈঠকে ফেডারেশনের এক জন সদস্য বিধানসভা ভোটে তৃণমূলের জয় নিশ্চিত করতে কী ভাবে কাজ করা উচিত, সে বিষয়ে মুখ্যমন্ত্রীর পরামর্শ চান। তিনি বলেন, প্রাণের ঝুঁকি নিয়েও ভোটে তৃণমূলের জয় নিশ্চিত করতে তিনি প্রস্তুত। ইউটিউব থেকে পাওয়া ওই বৈঠকের একটি ভিডিয়ো ক্লিপিং সিইও-কে জমাও দিয়েছেন বিজেপি নেতারা। একই বিষয়ে সরব বাম নেতারাও। এই প্রেক্ষিতেই বিজেপি নেতাদের দাবি, রাজ্য সরকারি কর্মীদের বাদ দিয়ে শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীদেরই ভোটকর্মী করতে হবে। তবে রাজ্যের মন্ত্রী তাপসবাবু বলেন, ‘‘ভোটের পাঁচ মাস আগেও সংগঠন গড়তে অন্য রাজ্য থেকে নেতা আনতে হচ্ছে বিজেপিকে। দেশের বাইরে থেকে লোক এনে ভোটকর্মী করাতে চাইলেও এ রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই জেতাবেন।’’