BJP

পুর-প্রার্থী বাছাইয়েও সমীক্ষা বিজেপির

কলকাতা এবং হাওড়া পুরসভার ভোটের প্রস্তুতি নিতে এ দিন বৈঠক করে বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা:

কলকাতা শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৫১
Share:

প্রতীকী ছবি।

লোকসভার পর এ বার পুরভোটেও প্রার্থী বাছাইয়ের জন্য সমীক্ষা করবে বিজেপি। দলের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ বৃহস্পতিবার দলীয় বৈঠকে এ কথা জানিয়ে দিয়েছেন।

Advertisement

কলকাতা এবং হাওড়া পুরসভার ভোটের প্রস্তুতি নিতে এ দিন বৈঠক করে বিজেপি। সেখানে শিবপ্রকাশ ছাড়াও ছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ, পুরভোটের পরিচালন কমিটির নেতা মুকুল রায়, বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দক্ষিণ শহরতলি, হাওড়া সদর—এই চারটি সাংগঠনিক জেলার সভাপতি ও কর্মীদের থেকে প্রতিটি ওয়ার্ডে দলের বর্তমান অবস্থার খতিয়ান নেন রাজ্য এবং কেন্দ্রীয় নেতারা। দলীয় সূত্রের খবর, ওই বৈঠকেই শিবপ্রকাশ বলেন, কলকাতা এবং হাওড়া পুরসভার ভোটের জন্য প্রার্থী বাছাই ও জনসংযোগ দ্রুত শুরু করতে হবে। জেলা থেকে রাজ্য নেতৃত্বের কাছে প্রার্থীদের নামের তালিকা পাঠাতে হবে। কিন্তু সেখান থেকেই যে প্রার্থী বাছা হবে, তার কোনও নিশ্চয়তা নেই। কারণ, প্রতি ওয়ার্ডে প্রার্থী বাছাইয়ের আগে দল সমীক্ষা করবে। সমীক্ষায় যাঁর নাম উঠে আসবে, তাঁকেই প্রার্থী করা হবে।

লোকসভা ভোটেও প্রার্থী বাছাইয়ে এই পদ্ধতিই নিয়েছিল বিজেপি এবং সেখানে তাদের ঝুলিতে এসেছিল ১৮টি আসন। দলের একাংশের মতে, লোকসভায় এই পদ্ধতি প্রয়োগ করে ভাল ফল পেয়েছেন বলেই এখন পুরসভাতেও তা ব্যবহার করতে চাইছেন কেন্দ্রীয় নেতারা।

Advertisement

বিজেপি সূত্রের আরও খবর, শিবপ্রকাশ এ দিনের বৈঠকে বলেছেন, প্রার্থী তালিকা রাজ্য নেতৃত্বের কাছে পাঠানোর সময় নতুন-পুরনো না দেখে জেতার ক্ষমতা রাখেন, এমন ব্যক্তির নাম দিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement