বিজেপি নারী অধিকার মানেই না, সরব বৃন্দা

গণতান্ত্রিক মহিলা সমিতির ২৮তম রাজ্য সম্মেলন উপলক্ষে শুক্রবার বালি স্কুল মাঠে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বৃন্দা। সংবিধান, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রক্ষার লড়াইয়ে মহিলা সংগঠনকে সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর আহ্বান জানান তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ ০১:১৫
Share:

মহিলা সমিতির সমাবেশে বৃন্দা কারাট।—নিজস্ব চিত্র।

নারীর অধিকার আদায় ও রক্ষার লড়াই দীর্ঘ দিনের। কিন্তু কেন্দ্রে বর্তমান বিজেপি সরকারের দর্শন ও মনোভাব নারীর অধিকারের পথে সব চেয়ে বড় বাধা বলে মন্তব্য করলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট। তাঁর মতে, ‘‘বিজেপি ও সঙ্ঘ পরিবার চালিত হয় ‘মনু সংহিতা’র আদর্শ মেনে। সেই ভাবনাতেই তারা দেশ চালাতে চায়। তার মানে মহিলা এবং জনজাতিদের অধিকারের কোনও মূল্য তাদের কাছে নেই।’’

Advertisement

গণতান্ত্রিক মহিলা সমিতির ২৮তম রাজ্য সম্মেলন উপলক্ষে শুক্রবার বালি স্কুল মাঠে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বৃন্দা। সংবিধান, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রক্ষার লড়াইয়ে মহিলা সংগঠনকে সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর আহ্বান জানান তিনি। বৃন্দার কথায়, ‘‘দেশের সংবিধান নরেন্দ্র মোদী বা অমিত শাহের পৈতৃক সম্পত্তি নয়! আমরা যে অধিকারের লড়াই করেছি, তার সবই সংবিধানের কাঠামো অনুযায়ী। সেই সংবিধানকে পাল্টে দিতে চায় বিজেপি সরকার। তাদের উদ্দেশ্য সফল হতে দেওয়া যাবে না।’’ মহিলা সমিতির সাধারণ সম্পাদক মরিয়ম ধওয়লে, সর্বভারতীয় সভানেত্রী মালিনী ভট্টাচার্য, রাজ্য সম্পাদক কনীনিকা বসু ঘোষও বক্তা ছিলেন। সংগঠনের রাজ্য সম্মেলন চলবে কাল, রবিবার পর্যন্ত।

বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলাদের বিরুদ্ধে ঘটা অপরাধে দোষীদের শাস্তির ক্ষেত্রে রাজ্য যে পিছিয়ে, সেই অভিযোগও করেছেন বৃন্দা। তাঁর দাবি, মহিলাদের বিরুদ্ধে অপরাধে শাস্তির হার গুজরাতে ৩.১% এবং বাংলায় ৩.২%। জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় করলেও তাঁকে বিশ্বাস করা যায় না বলেও মন্তব্য করেছেন সিপিএম নেত্রী। তাঁর বক্তব্য, ‘‘এনআরসি যদি না চান, তা হলে বাংলায় দু’টো সেন্টার কেন হচ্ছে? বলা হচ্ছে, বিদেশি বন্দিদের রাখা হবে সেখানে। কিন্তু এক বার সেন্টার গড়ে উঠলে সেটা ডিটেনশন ক্যাম্প হবে না, কেউ বলতে পারে? মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে আমরা এই ধরনের সেন্টার হতে দেখেছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement