প্রতীকী ছবি।
কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের অর্ডিন্যান্স ফ্যাক্টরি, রেল এবং বিমানবন্দর বেসরকারিকরণের চেষ্টার বিরুদ্ধে সরব হল গেরুয়া শিবিরের কর্মী সংগঠন ‘গভর্নমেন্ট এমপ্লয়িজ ন্যাশনাল কনফেডারেশন’। কলকাতায় বৃহস্পতিবার বিএমএস-এর ছাতার তলায় থাকা ওই সংগঠনের প্রথম কর্মী সম্মেলন হয়।
সেখানেই অর্ডিন্যান্স ফ্যাক্টরি, রেল এবং বিমানবন্দর বেসরকারিকরণের নীতি বাতিল-সহ ২০ দফা দাবি ওঠে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকার মিলিয়ে ২০টি সংগঠন ওই কনফেডারেশনে যোগ দিয়েছে।
আরএসএস নেতা জিষ্ণু বসু, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় এবং দলীয় বিধায়ক মনোজ টিগ্গা ওই সম্মেলনে ছিলেন।