ঘরে ঘরে যাবেন অমিত

বুথ স্তরে সংগঠন সাজিয়ে সাফল্য এসেছে উত্তরপ্রদেশে। রামনবমীতে অস্ত্র মিছিলের ‘সাফল্য’-র পরে বিজেপি এ বার বাংলার ‘ঘরে ঘরে’ পৌঁছতে চায়। তারই সলতে পাকাতে আগামী ২৫ এপ্রিল শিলিগুড়িতে পৌঁছনোর কথা রয়েছে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের।

Advertisement

রোশনী মুখোপাধ্যায়

কলকাতা শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৭ ০৩:৪৮
Share:

বুথ স্তরে সংগঠন সাজিয়ে সাফল্য এসেছে উত্তরপ্রদেশে। রামনবমীতে অস্ত্র মিছিলের ‘সাফল্য’-র পরে বিজেপি এ বার বাংলার ‘ঘরে ঘরে’ পৌঁছতে চায়। তারই সলতে পাকাতে আগামী ২৫ এপ্রিল শিলিগুড়িতে পৌঁছনোর কথা রয়েছে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের। সব ঠিকঠাক থাকলে শিলিগুড়িতে বুথ কর্মী সম্মেলন এবং বিশিষ্ট জনেদের সম্মেলন করার পাশাপাশি এমন ৫টি বাড়িতে অমিত যাবেন, যাঁদের সঙ্গে বিজেপির সম্পর্ক নেই। কলকাতাতেও এ ভাবে কিছু বাড়িতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

Advertisement

কেন এই কৌশল অমিতের?

আরও পড়ুন:‘লাথ’ মারার হুমকি দিলীপের

Advertisement

দলের নেতারা জানাচ্ছেন, মেরুকরণের রাজনীতিতে তাঁরা সাফল্য পাচ্ছেন। তাই সেটা তাঁরা চালিয়ে যাবেন। কিন্তু এ-ও বাস্তব, বুথ স্তরে তৃণমূল প্রচণ্ড শক্তিশালী। সেখানে তাদের মোকাবিলা করতে না পারলে নির্বাচনী সাফল্য পাওয়া শক্ত। বিজেপি নেতাদের মতে, কেন্দ্রের প্রকল্পগুলিকে রাজ্য সরকারের বলে দাবি করে গাঁ-গঞ্জের মানুষের আস্থা ধরে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বাড়ি বাড়ি ঘুরে বিজেপি মানুষকে বোঝাতে চায়, মমতা তাদের ভুল বোঝাচ্ছেন। আদতে ২ টাকা কেজি চালের জন্য কেন্দ্রই ষোলো আনা ভর্তুকি দিচ্ছে। গ্রামে রাস্তা, জল প্রকল্প সবই হচ্ছে কেন্দ্রের টাকাতেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement