নবনীতা কুইলি বর্মণ। ছবি: সংগৃহীত।
অস্বাভাবিক মৃত্যু বিজেপির এক মহিলা পঞ্চায়েত প্রধানের। মৃতার নাম নবনীতা কুইলি বর্মণ। তিনি পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ ব্লকের ইলাশপুরে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন।
পরিবার সূত্রে দাবি, চুল রং করার রাসায়নিক খেয়ে ফেলার পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন নবনীতা। এর পরেই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় তমলুকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। রবিবার রাতে মৃত্যু হয় তাঁর।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নবনীতার বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ি দুই-ই ভগবানপুর থানার ইলাশপুর গ্রামে। গত বছর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হওয়ার পর নবনীতাকে সর্বসম্মতিতে ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে নির্বাচিত করা হয়।
ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ আনোয়ার আলি বলেন, ‘‘পঞ্চায়েত প্রধান হিসেবে নবনীতা গত দু’বছরে খুব ভাল কাজ করেছেন। কিন্তু ঠিক কী কারণে তাঁর মৃত্যু, সে বিষয়ে আমরা সম্পূর্ণ অন্ধকারে। আজ তাঁর দেহের ময়নাতদন্ত হচ্ছে। কী ভাবে মৃত্যু, তা পুলিশ তদন্ত করে দেখছে।’’
পুলিশ সূত্রে খবর, সোমবার তাম্রলিপ্ত জেলা সদর হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্তের পর তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে।