Saumitra Khan

‘প্রতারণা’ মামলায় সৌমিত্র খাঁর স্বস্তি হাই কোর্টে, নতুন করে তামাদি বিষয়ে তদন্ত করতে পারবে না পুলিশ

২০১৫ সালে তৃণমূলের সাংসদ থাকাকালীন চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ ওঠে সৌমিত্রের বিরুদ্ধে। এত দিন ওই মামলায় তদন্তের অগ্রগতি হয়নি বলে প্রাথমিক পর্যবেক্ষণ আদালতের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৩ ১৮:৩৩
Share:

কলকাতা হাই কোর্ট (বাঁ দিকে)। সুপ্রিম কোর্ট —ফাইল চিত্র।

চাকরি প্রতারণা মামলায় কলকাতা হাই কোর্টে স্বস্তিতে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বাঁকুড়ার কোতুলপুরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করার অভিযোগের প্রেক্ষিতে দায়ের এফআইআর-এর উপর স্থগিতাদেশ দিল উচ্চ আদালত। বুধবার বিচারপতি সিদ্ধার্থ রায়চৌধুরীর নির্দেশ, এত দিনের পুরনো মামলার উপর তদন্ত করতে পারবে না পুলিশ। এফআইআর-এর উপর স্থগিতাদেশ থাকবে।

Advertisement

২০১৫ সালে তৃণমূলের সাংসদ থাকাকালীন চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ ওঠে সৌমিত্রের বিরুদ্ধে। এত দিন ওই মামলায় তদন্তের অগ্রগতি হয়নি বলে প্রাথমিক পর্যবেক্ষণ আদালতের। গত বছর সেপ্টেম্বর মাসে ওই একই অভিযোগে নতুন করে এফআইআর হয় বিজেপি সাংসদের বিরুদ্ধে। ওই মামলাতে গ্রেফতারের আশঙ্কায় হাই কোর্টে আবেদন করেন তিনি।

গত অগস্ট মাসে টাকা নিয়েও চাকরি না-দেওয়ার অভিযোগে সৌমিত্রের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। গত ২৮ অগস্ট কোতুলপুর থেকে লাউগ্রাম যাচ্ছিলেন বিজেপি সাংসদ। মিলমোড় এলাকায় তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, সিআইএসএফের সহযোগিতায় সাংসদ বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে তাড়া করেন বিক্ষোভকারীরা।

Advertisement

এক বিক্ষোভকারী বলেন, ‘‘২০১৫ সালে আমাদের এলাকার অনেকে চাকরির জন্য সাত থেকে ১০ লাখ করে টাকা দিয়েছিলেন সাংসদকে। কিন্তু চাকরি হয়নি।’’ সৌমিত্র অবশ্য চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ উড়িয়ে দেন। পাল্টা অভিযোগে জানান, এটা তৃণমূলের চক্রান্ত। বিজেপি সাংসদ বলেছিলেন, ‘‘রাস্তার কুকুররা কী বলল, তা দেখে আমার লাভ নেই। যারা বিক্ষোভ দেখিয়েছে, তাদের আমি চিনি না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement