সভার জন্য সংখ্যালঘু বিজেপিও কোর্টে

বিজেপি-র যুব মোর্চার পরে দলের সংখ্যালঘু মোর্চার কর্মসূচিতেও পুলিশের অনুমতি না মেলায় মামলা হল কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। পুলিশের আপত্তির পর আদালতের নির্দেশে যুব মোর্চার মিছিল মোটরবাইক মিছিল এখন চলছে কোচবিহারের উদ্দেশে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৮ ০৩:৫৮
Share:

বিজেপি-র যুব মোর্চার পরে দলের সংখ্যালঘু মোর্চার কর্মসূচিতেও পুলিশের অনুমতি না মেলায় মামলা হল কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। পুলিশের আপত্তির পর আদালতের নির্দেশে যুব মোর্চার মিছিল মোটরবাইক মিছিল এখন চলছে কোচবিহারের উদ্দেশে। এ বার গার্ডেনরিচ থানার কাচ্চি সড়ক মোড়ে সভায় পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি-র সংখ্যালঘু মোর্চা। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের আদালতে মঙ্গলবার ওই মামলা দায়ের হয়েছে। আগামিকাল, বৃহস্পতিবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

Advertisement

সংখ্যালঘু মোর্চার নেতা জুলফিকার আলির অভিযোগ, বৃহস্পতিবার কাচ্চি সড়ক মোড়ে সভা করতে চেয়ে কলকাতা পুলিশের বন্দর এলাকার ডেপুটি কমিশনারের কাছে তাঁরা ৪ জানুয়ারি আবেদন জানান। আবেদনের প্রতিলিপি পাঠানো হয় লালবাজারের এক যুগ্ম কমিশনার, গার্ডেনরিচ থানার ওসি, ট্র্যাফিক বিভাগের ডেপুটি কমিশনার ও কলকাতা পুর কর্তৃপক্ষের কাছেও। গঙ্গাসাগর মেলার কারণ দেখিয়ে সভার দিন পিছিয়ে দিতে বলে পুলিশ। সেই মতো মোর্চার তরফ থেকে ফের ১৩ জানুয়ারি আবেদন জানিয়ে বলা হয়, ওই সভা ২০ জানুয়ারি হবে। পুলিশ অনুমতি দিক। কিন্তু পুলিশ তা সত্ত্বেও অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ। সেই কারণে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। জুলফিকারের আইনজীবী শোভন মুখোপাধ্যায় জানান, কী কারণে সভার অনুমতি দেওয়া হচ্ছে না, তা জানায়নি পুলিশ। মামলার আবেদনে তা-ও বলা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement