Raksha bandhan

রাখিবন্ধনে মোদীকে ‘ধন্যবাদ’ বিজেপির

প্রথম বারের জন্য রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চা রাখি বন্ধন উৎসব পালন করল। কলকাতা প্রেস ক্লাবে বৃহস্পতিবার সংগঠনের কর্মীরা একে অপরকে রাখি পরিয়ে দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ ০৮:১৪
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

প্রথম বারের জন্য রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চা রাখি বন্ধন উৎসব পালন করল। কলকাতা প্রেস ক্লাবে বৃহস্পতিবার সংগঠনের কর্মীরা একে অপরকে রাখি পরিয়ে দেন। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি চার্লস নন্দী, রাজ্য বিজেপির কোর কমিটির সদস্য রাহুল সিংহ, বিজেপির প্রভাবিত অরাজনৈতিক সংস্থার সভাপতি স্বপন দাশগুপ্ত প্রমুখ। চার্লসের দাবি, ‘‘সংখ্যালঘু মহিলারা তৃণমূলের উপরে ক্ষুব্ধ। তাঁরা লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা পাচ্ছেন। অথচ তফসিলি জাতি, উপজাতির মহিলারা ১০০০ টাকা পাচ্ছেন। মোদী সরকার সকলের জন্য, সকলের সঙ্গে, সকলের উন্নয়ন করছে। তাই আগামী দিনে তাঁরা মোদীজি’র পক্ষেই থাকবেন।’’ দলের রাজ্য দফতরেও এ দিন মহিলা মোর্চার তরফে রাখি বন্ধন উৎসব হয়। মহিলা মোর্চার কর্মীরা যুব মোর্চার কর্মীদের রাখি পরিয়ে দেন। উপস্থিত ছিলেন দুই মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র, ইন্দ্রনীল খাঁ প্রমুখ। অনুষ্ঠানে দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, ‘‘রাখি বন্ধন এবং ওনাম উপলক্ষে প্রধানমন্ত্রী দেশের মহিলাদের মুখে হাসি ফুটিয়েছেন। গ্যাসের দাম কমিয়েছেন, সাধারণ ক্রেতাদের জন্য এবং উজ্জ্বলা যোজনার মহিলাদের জন্য। বিনামূল্যে গ্যাস পাবেন ৭৫ লক্ষ মানুষ। আমরা তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement