‘রথযাত্রা’য় বিজেপি অশান্তি করতে পারে, বললেন মমতা

এদিন পুরুলিয়ার বলরামপুরের এই জনসভায় রথযাত্রা কর্মসূচি নিয়ে বিজেপির কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী ফের বলেন, ‘‘ওরা রাবণযাত্রা করছে। রাবণ বধ আমরা করব।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৮ ০৩:৪১
Share:

তৃণমূলকে সংযত থাকতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।—ফাইল চিত্র।

রথাযাত্রাকে সামনে রেখে গন্ডগোল করতে চাইবে বিজেপি। এই আশঙ্কার কথা জানিয়ে তৃণমূলকে সংযত থাকতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পুরুলিয়ার এক সভায় দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘কেউ গণ্ডগোলে যাবেন না। ওরা চাইবে গণ্ডগোল করতে। আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব।’’

Advertisement

এদিন পুরুলিয়ার বলরামপুরের এই জনসভায় রথযাত্রা কর্মসূচি নিয়ে বিজেপির কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী ফের বলেন, ‘‘ওরা রাবণযাত্রা করছে। রাবণ বধ আমরা করব।’’ এই সূত্রেই তিনি আবার জানিয়ে দেন, ‘‘সর্বত্র বিজেপির রথযাত্রার পরের দিন তৃণমূল কর্মীরা সেই পথে পবিত্র যাত্রা করবেন। ওরা থাকবে রাবণ রথে, আমরা থাকব মানুষের সঙ্গে পথে।’’ বিজেপির রথ-কে বিলাসবহুল পাঁচতারা হোটেল বলেও কটাক্ষ করেন তিনি।

বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ বলেন, ‘‘মানুষ আমাদের সঙ্গে আছেন। তা বুঝতে পেরে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন। তৃণমূল না নামলে গন্ডগোলের প্রশ্নই ওঠে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement