(বাঁ দিকে) শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। —ফাইল চিত্র।
রামনবমীর আমন্ত্রণের পাহাড় জমেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দফতরে। সিংহভাগ আমন্ত্রণ বাদ দিয়েও ঠিক হয়েছিল শনিবার থেকে টানা পাঁচ দিন রামনবমীর আমন্ত্রণে রাজ্যের বিভিন্ন প্রান্তের কর্মসূচিতে যোগ দেবেন তিনি। কিন্তু সেই কর্মসূচি সাজাতে হিমশিম খেতে হয়েছে বিরোধী দলনেতার দফতরকে। তাই শেষমেশ ঠিক হয়েছে, পাঁচ দিনের বদলে শুভেন্দুর কর্মসূচি সাজানো হবে সাত দিন ধরে। শনিবার রানাঘাটের ফ্রেন্ডস ক্লাবের ময়দান থেকে নিজের রামনবমীর কর্মসূচি শুরু করবেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা। শনিবার রানাঘাট রামনবমী উদ্যাপন কমিটির তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানের উদ্বোধন করবেন শুভেন্দু। তবে রাজনৈতিক মহলে আগ্রহ একটিই বিষয়ে— কবে শুভেন্দু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে রামনবমীর কর্মসূচি করতে যাবেন, তা নিয়ে।
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতৃত্বের আবেদন ছিল, রামনবমীর দিন ভবানীপুরে এসে কর্মসূচিতে অংশ নিন শুভেন্দু। কিন্তু এ ক্ষেত্রে কৌশলে বদল এনেছেন স্বয়ং বিরোধী দলনেতা। নিজের সাত দিনের কর্মসূচিতে কবে ভবানীপুরকে জায়গা দিয়েছেন তিনি, সে বিষয়টি এখনও খোলসা করেননি। তবে ভবানীপুরের বিজেপি নেতৃত্বকে তিনি নির্দেশ দিয়েছেন রবিবার রামনবমীর দিন ভবানীপুরে একটি বড়সড় মিছিলের আয়োজন করতে। নির্দেশ পাওয়ার পরে ভবানীপুর বিধানসভার অধীন কলকাতা পুরসভার ৭০ ও ৭২ নম্বর ওয়ার্ড জুড়ে রামনবমীর বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়েছে। বিজেপি পরিষদীয় দলের একটি সূত্র জানাচ্ছে, রবিবার নিজের কেন্দ্র নন্দীগ্রামে রামনবমীর একটি কর্মসূচি রেখেছেন বিরোধী দলনেতা। ওই দিন পূর্ব মেদিনীপুর জেলায় আরও কয়েকটি রামনবমীর আমন্ত্রণে যেতে পারেন তিনি। সন্ধ্যার দিকে হাওড়া ও উত্তর কলকাতায় রামনবমীর কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সেখান থেকেই ভবানীপুরের প্রতিও নজর রাখবেন।
ভবানীপুর নিয়ে শুভেন্দুর কৌশল প্রসঙ্গে বিজেপির এক নেতা বলেন, “শুভেন্দুদার যে কোন কর্মসূচিতে পুলিশের বাধাদান এখন আর নতুন বিষয় নয়। রামনবমীর দিন তিনি ভবানীপুরের কর্মসূচিতে যোগদান করতে গেলে পুলিশি বাধায় সেই কর্মসূচি সমস্যার মুখে পড়তে পারে। তাই রামনবমীর দিন কলকাতার এন্টালির রামলীলা ময়দানে একটি ধর্মীয় মিছিলে অংশ নিতে আসবেন তিনি। সেখান থেকেও ভবানীপুরের দিকে নজর থাকবে তাঁর।” ভবানীপুরের কর্মসূচির জন্য ‘বিশেষ বন্দোবস্ত’ থাকবে শুভেন্দুর। তাই আগামী এক সপ্তাহ রাজ্য রাজনীতিতে সকলের নজর থাকবে ভবানীপুরের দিকে। তবে সপ্তাহ জুড়ে রামনবমীর কর্মসূচি প্রসঙ্গে শুভেন্দুর জোড়া পরিকল্পনা কাজ করেছে বলেই বিজেপি সূত্রের দাবি। প্রথমত, পাঁচ দিনে রাজ্য জুড়ে তাঁর কর্মসূচি সাজাতে সমস্যায় পড়েছিল তাঁর দফতর। পরিস্থিতি জানানোর পর স্বয়ং শুভেন্দুই তা সাত দিন ব্যাপী করার নির্দেশ দেন বলে বিজেপি পরিষদীয় দল সূত্রে জানা যাচ্ছে। তবে বিরোধী দলনেতার স্পষ্ট নির্দেশ, তাঁর পূর্ণাঙ্গ কর্মসূচি যেন আগে প্রকাশ না করা হয়। দ্বিতীয়ত, রামনবমীকে কেন্দ্র করে রাজ্য জুড়ে হিন্দুত্বের হাওয়া তৈরি করতে চান শুভেন্দু। আগামী এক সপ্তাহ জুড়ে রামনবমী পালন করে তা সম্ভব বলে মনে করেন বিরোধী দলনেতা। সেই ভাবনা থেকেই তাঁর সপ্তাহব্যাপী কর্মসূচি সাজানো হয়েছে।