Suvendu Adhikari

Bhabanipur Bypoll: মমতাকে হারালে প্রিয়ঙ্কাকে ছেড়ে দেবেন বিরোধী দলনেতার আসন, নেতৃত্বকে আগাম আর্জি শুভেন্দুর

বৃহস্পতিবার ভবানীপুর উপনির্বাচনের ভোটগ্রহণ। তার শেষ দিনের প্রচার যথেষ্টই উত্তাপ ছড়াল। মঙ্গলবার শেষ দিনের প্রচারে ছিলেন শুভেন্দু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১ ২১:৩১
Share:

—ফাইল চিত্র।

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে জিতে বিরোধী দলনেতা হয়েছেন শুভেন্দু অধিকারী। এ বার তিনি চান, ভবানীপুরে মমতাকে হারাতে পারলে ওই চেয়ারে বসুন প্রিয়ঙ্কা টিবরেওয়াল। বিজেপি নেতৃত্বের কাছে তিনি এমন আবেদন রাখবেন বলে সোমবার নির্বাচনী প্রচারে শুভেন্দু জানান। তিনি বলেন, ‘‘আমি শীর্ষ নেতৃত্বকে বলব, প্রিয়ঙ্কা ভবানীপুর থেকে জিতলে আমার চেয়ারটা ওকে ছেড়ে দেব।’’

Advertisement

বৃহস্পতিবার ভবানীপুর উপনির্বাচনের ভোটগ্রহণ। তার শেষ দিনের প্রচার যথেষ্টই উত্তাপ ছড়াল। দুপুরে যদুবাবুর বাজারে নির্বাচনী প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। তার পরে পরেই সেখানে সভা করেন শুভেন্দু। সেখানে তিনি স্পষ্টই জানান, ভবানীপুর উপ-নির্বাচনে প্রিয়ঙ্কা জিতলে, তাঁকে বিরোধী দলনেতার চেয়ার ছেড়ে দেবেন। একই সঙ্গে মমতাকে আক্রমণ করে শুভেন্দু বলেন, ‘‘শুভেন্দু অধিকারীকে হারাতে নন্দীগ্রামে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই হেরে চলে এসেছেন। এমন বাউন্ডারি মেরেছি এখানে চলে এসেছেন।’’ নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপির যে অভিযোগ তৃণমূল আগেই তুলেছে তার জবাবও দেন শুভেন্দু। বলেন, ‘‘আগামী ২৯ সেপ্টেম্বর সাংবাদিক সম্মেলনে সব বলব। প্রমাণ হবে সবচেয়ে বড় মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement