Sayantan Basu

পিসির বাগানের ফুল শুকিয়েছে, মালদহে বিতর্কিত মন্তব্য সায়ন্তনের

মুখ্যমন্ত্রী সম্পর্কে সায়ন্তনের এমন বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে রাজ্য তৃণমূলের মুখপাত্র নির্বেদ রায় বলেন, ‘‘যে ভাষায় উনি কথা বলে থাকেন, ফের সেই ভাষা ব্যবহার করে নিজের পরিচয় দিয়েছেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ১৬:৫৫
Share:

ইংরেজবাজারে বিজেপি-র চায়ে পে চর্চা— নিজস্ব চিত্র।

মালদহে এসে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। শুক্রবার ইংরেজবাজারের রবীন্দ্রভবন এলাকায় 'চায়ে পে চর্চা' অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘পিসির বাড়ির ফুল শুকিয়ে গিয়েছে। কালীঘাটে পিসির বাড়ি আর কেউ যাবে না।’’

Advertisement

মুখ্যমন্ত্রী সম্পর্কে সায়ন্তনের এমন বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে রাজ্য তৃণমূলের মুখপাত্র নির্বেদ রায় বলেন, ‘‘যে ভাষায় উনি কথা বলে থাকেন, ফের সেই ভাষা ব্যবহার করে নিজের পরিচয় দিয়েছেন। আমার নৈতিক অবস্থান থেকে এমন কুরুচিকর মন্তব্য উপেক্ষা করলাম।’’

রাজ্য বিজেপি-র সাধারণ সম্পাদক সায়ন্তনের দাবি, রাজ্য সরকার টেটের নিয়োগ প্রক্রিয়া শুরু করলে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী-নেতা কর্মীদের পিঠের চামড়া বাঁচানো যাবে না। আইন শৃঙ্খলার অবনতি হবে। তিনি বলেন, ‘‘টেটের নিয়োগ নিয়ে শাসকদলের নেতারা যে হারে টাকা তুলেছে, তাতে এমনই অবস্থা হবে।’’ এই পরিস্থিতিতে টেটের নিয়োগ স্থগিত রাখা প্রয়োজন বলে জানান তিনি।

Advertisement

আরও পড়ুন: অরুণাচলে নীতীশের দলে ভাঙন, ৬ বিধায়ক বিজেপি-তে

সায়ন্তন ছাড়াও ইংরেজবাজারে 'চায়ে পে চর্চা'য় উপস্থিত ছিলেন বিজেপি-র জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল, ইংরেজবাজার দক্ষিণ নগর মণ্ডলের সভাপতি রাজীব চম্পটি-সহ স্থানীয় নেতৃত্ব। এই কর্মসূচিতে বিভিন্ন দল ছেড়ে আসা কয়েকজন কর্মীর হাতে বিজেপি-র ঝান্ডা তুলে দেন তিনি।

আরও পড়ুন: মাস্ক, স্যানিটাইজার, গ্লাভসও শিল্প, করোনা শিখিয়েছে নতুন ব্যবসা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement