পার্থকে কটাক্ষ জয়ের

কলকাতা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত অধ্যাপকদের উপর তৃণমূল ছাত্র পরিষদের আক্রমণের ঘটনায় রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকার কড়া সমলোচনা করলেন অভিনেতা তথা বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম দিবস পালন উপলক্ষে সোমবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে আয়োজিত এক সভায় জয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি যখন আশুতোষ কলেজে পড়তাম তখন ছাত্র পরিষদ করতাম। তখন আমাদের গুরু ছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ০১:২৫
Share:

নন্দকুমারে জয় বন্দ্যোপাধ্যায়

কলকাতা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত অধ্যাপকদের উপর তৃণমূল ছাত্র পরিষদের আক্রমণের ঘটনায় রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকার কড়া সমলোচনা করলেন অভিনেতা তথা বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম দিবস পালন উপলক্ষে সোমবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে আয়োজিত এক সভায় জয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি যখন আশুতোষ কলেজে পড়তাম তখন ছাত্র পরিষদ করতাম। তখন আমাদের গুরু ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আজকে লোকটাকে দেখলে দুঃখ হয়।’’

Advertisement

সভায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আক্রমণ করলেও কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের উপর তৃণমূল ছাত্র পরিষদের আক্রমণ নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় যেভাবে মন্তব্য করেছেন তাঁর প্রশংসা করেছেন জয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করে জয় বলেন, ‘‘অভিষেক যখন রাজনীতিতে এসেছিল আমি তখন অন্য দলের হলেও বাহবা জানিয়েছিলাম। এসেই সে যখন বলেছিল টেন্ডার রাজ, সিন্ডিকেট বাজি বন্ধ করে দেব। ভেবেছিলাম যাক বাংলার রাজনীতিতে ভাল রাজনৈতিক নেতা পেলাম। কিন্তু অভিষেক এখন বলেছেন কার চোখ উপড়ে নেবে, হাত কেটে নেবে।’’

এরপরেই জয় বলেন, ‘‘শুনলাম পূর্ব মেদিনীপুরে দলের দায়িত্ব পেয়েছেন অভিষেক। পূর্ব মেদিনীপুর খুব সেন্সেটিভ জায়গা। এখানে উল্টোপাল্টা কথা বলে রাজনীতি করলে মার খেয়ে যাবে কিন্তু।’’

Advertisement

এ দিন সভার পরে সাংবাদিকদের জয় বলেন, ‘‘বীরভূমের সাত্তোরে যে মহিলার উপর নৃশংস অত্যাচার হয়েছিল এখন তাঁকে পুলিশ গ্রেফতার করেছে। ওই মহিলা যাতে আদালতে সাক্ষ্য দিতে না পারে সেজন্য পুলিশ ও তৃণমূল ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে তাঁকে গ্রেফতার করেছে। এটা অত্যন্ত নিন্দনীয়। আমি আগেও ওখানে গিয়ে ওই মহিলার সঙ্গে দেখা করেছিলাম। আগামী ৮ জুলাই ফের ওখানে যাব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement