মোদীর নামাঙ্কিত মুখোশ পরে। বৃহস্পতিবার। নিজস্ব চিত্র
সংক্রমণ ঠেকানোর মুখোশকেও প্রচারের হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাহাত্ম্য জাহিরের কৌশল নিল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার টুইট করেন, ‘‘বিশ্বের বিশেষজ্ঞদের পরামর্শ, কোভিড-১৯ নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে জনসমাবেশ কমানো হোক। তাই আমি ঠিক করেছি, এ বছর কোনও হোলি মিলন কর্মসূচিতে যাব না।’’ প্রধানমন্ত্রীর এই টুইট দেখেই তাঁর নাম ব্যবহার করে মুখোশ তৈরি করিয়ে প্রচারে নেমে পড়েন বিজেপির রাজ্য কমিটির সদস্য নারায়ণ চট্টোপাধ্যায়। সাদা রঙের মুখোশের গায়ে লাল দিয়ে লেখা ‘সেভ ফ্রম করোনা ভাইরাস ইনফেকশান মোদীজি’। তার নিচে লেখা ‘বিজেপি (পশ্চিমবঙ্গ)’। ওই মুখোশ বিজেপির রাজ্য নেতাদের কাউকে কাউকে পরিয়েছেন নারায়ণ। দলের রাজ্য দফতরের সামনে এবং উত্তর কলকাতার নানা জায়গায় আমজনতার মধ্যে বিলিও করেছেন। হাসপাতালেও ওই মুখোশ বিলি করার পরিকল্পনা আছে তাঁর।