ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন।
ভারতীয় মজদুর মোর্চা, ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন-সহ যে গোটা আটেক শ্রমিক সংগঠন নিজেদের বিজেপি-র সংগঠন বলে দাবি করে, তার একটারও দায় নিচ্ছে না বিজেপি। বরং, দলের রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় সোমবার বলেন, ‘‘অভিযোগ আসছে, বিজেপির নাম ভাঙিয়ে নানা ট্রেড ইউনিয়ন করে টাকা তোলা হচ্ছে। ওই সংগঠনগুলির একটাও বিজেপির অনুমোদন নিয়ে তৈরি হয়নি। গ্রেফতার হলে আমরা খবর পাচ্ছি। যে ভাবে টাকা তোলা শুরু হয়েছে, তাতে গ্রেফতারি তো ক্রমশ বাড়বে! এর দায় বিজেপি কেন নেবে?’’
সুব্রতবাবু জানান, বিজেপির ছাত্র এবং শ্রমিক সংগঠন করার এক্তিয়ারই নেই। ওই দু’টি সংগঠন সরাসরি আরএসএস-এর এক্তিয়ারভুক্ত। অর্থাৎ, এবিভিপি এবং বিএমএস আরএসএসের শাখা সংগঠন। তা সত্ত্বেও ২০১৪ সাল থেকে বিজেপির নাম ভাঙিয়ে ট্রেড ইউনিয়ন করার প্রবণতা দেখা দিয়েছে। চলতি বছরে তা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে বিজেপি ঠিক করেছে, দলের নাম ভাঙিয়ে চলা ট্রেড ইউনিয়নগুলির দায় না নেওয়ার কথা প্রকাশ্যে জানিয়ে দেবে। পরে প্রয়োজনে একটি শ্রমিক সংগঠন তৈরি করে বিএমএস-কে দিয়ে দেওয়া হবে চালানোর জন্য।
এখন বিজেপির যে দু’টি সরকারি কর্মী সংগঠন আছে, সেগুলির বিষয়েও দলীয় নেতৃত্ব খুশি নন। সুব্রতবাবু বলেন, ‘‘ওই দু’টির বিষয়েও নতুন সিদ্ধান্ত নিতে হবে। দরকার হলে একটি সরকারি কর্মী সংগঠন পরে গড়ে দেওয়া হবে।’’