BJP

নড্ডার মিছিলের অনুমতি নিয়ে অসন্তোষ বিজেপির

বিজেপির তরফে বিকল্প পথ জানানো হতেই স্বাস্থ্য-বিধি মেনে মিছিলের অনুমতি দেওয়ার প্রক্রিয়া চলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২১ ০৫:১০
Share:

জে পি নাড্ডা।

দলের সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার রোড-শোয়ের জন্য তাদের পছন্দমতো রাস্তায় পুলিশের অনুমতি মেলেনি বলে বর্ধমানে অভিযোগ বিজেপির। শনিবার দুপুরে বর্ধমান শহরে রোড-শো করার কথা নড্ডার। বৃহস্পতিবার বিজেপি নেতারা অভিযোগ করেন, যে রাস্তার অনুমতি তাঁরা চেয়েছিলেন, পুলিশ তা দেয়নি। বর্ধমান জেলা পুলিশের পাল্টা দাবি, ওই রাস্তা সরু ও ঘিঞ্জি, ‘জেড প্লাস’ নিরাপত্তা পাওয়া নেতার রোড-শো করার উপযুক্ত নয়। বিজেপির তরফে বিকল্প পথ জানানো হতেই স্বাস্থ্য-বিধি মেনে মিছিলের অনুমতি দেওয়ার প্রক্রিয়া চলছে।

Advertisement

নড্ডার কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগ, ‘‘আমরা বর্ধমানের বিসি রোডে রোড-শো করার অনুমতি চেয়েছিলাম। কিন্তু জেলার পুলিশ সুপার জানিয়েছেন, ওই রাস্তায় অনুমতি দেওয়া যাবে না। পুলিশ নিরাপত্তা দিতে অপারগ বলে জানিয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা, নিরাপত্তা নিয়ে আমরা বারবার যে অভিযোগ করছি, প্রকারান্তরে পুলিশ তা মেনে নিল!’’

পুলিশ সুপার (পূর্ব বর্ধমান) ভাস্কর মুখোপাধ্যায়ের বক্তব্য, ‘‘ওই রাস্তার এক দিকে খোসবাগান, যেখানে বহু মানুষ চিকিৎসার জন্য আসেন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘ফিডার রোড’ বিসি রোড। শহরের মূল বাজার ওই রাস্তায়। ঘিঞ্জি এলাকা। তাই বিকল্প রাস্তার কথা বলা হয়েছে।’’

Advertisement

বিজেপি সূত্রে খবর, শেষে সিদ্ধান্ত হয়, বর্ধমানের বীরহাটার ঘড়ি মোড় থেকে রোড-শো শুরু হবে। শেষ হবে কার্জন গেট চত্বরে। তাতে জে পি নড্ডার সঙ্গে থাকতে পারেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারীর মতো নেতারা। বিজেপির দাবি, রোড শো’য় প্রায় ৯০ হাজার লোক হবে। এ দিন দুপুরে দলের রাজ্য সহ-সভাপতি তথা রাঢ়বঙ্গের পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির একটি দল ওই রাস্তা পরিদর্শন করে। রাজুবাবুর অভিযোগ, ‘‘বিজেপির সঙ্গে পুলিশ-প্রশাসন বিমাতৃসুলভ আচরণ করছে।’’ অভিযোগ মানেনি জেলা পুলিশ। তৃণমূলের পূর্ব বর্ধমান

জেলা সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্তের মন্তব্য, ‘‘বিসি রোডে যানজটের আশঙ্কা থাকায় আমাদের ছোটখাট কর্মসূচিও নেওয়া হয় না। লোক হবে না বুঝেই ঘিঞ্জি এলাকায় মিছিল করে ভিড় দেখানোর ছক কষেছিল বিজেপি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement