বিরোধীদের দল ভাঙাতে কমিটি বিজেপির

বিজেপির রাজ্য দফতরে এ দিন দমদম, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ— এই তিন লোকসভা কেন্দ্রের প্রস্তুতি বৈঠক হয়। তিনটি বৈঠকেই শিবপ্রকাশ ওই  নির্দেশ দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৮ ০৪:৩০
Share:

দল ভাঙানোর জন্যও এ বার কমিটি করল বিজেপি!

Advertisement

দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ সোমবার রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে নির্দেশ দিয়েছেন, রাজ্য থেকে ওয়ার্ড পর্যন্ত প্রতি স্তরে বর্ষীয়ান নেতাদের নিয়ে একটি করে কমিটি গড়তে হবে, যার কাজ হবে বিরোধী দলগুলির নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের ভাঙিয়ে আনা। বিজেপির রাজ্য দফতরে এ দিন দমদম, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ— এই তিন লোকসভা কেন্দ্রের প্রস্তুতি বৈঠক হয়। তিনটি বৈঠকেই শিবপ্রকাশ ওই নির্দেশ দেন।

পরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘অন্য দল থেকে আমাদের দলে যোগদান চলছেই। সেটাই অব্যাহত রাখতে বলা হয়েছে।’’ রাজনৈতিক মহলের মতে যার অর্থ আসলে অন্য দল ‘ভাঙিয়ে’ আনার চেষ্টা জারি রাখা।

Advertisement

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অবশ্য বলেন, ‘‘আমাদের দলের সকলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে আস্থাশীল। সুতরাং, বিজেপির ওই আকাশকুসুম কল্পনা আকাশেই উড়ে বেড়াবে!’’ প্রদেশ কংগ্রেসের প্রচার কমিটির চেয়ারম্যান অধীর চৌধুরীর বক্তব্য, ‘‘বিজেপি আর তৃণমূলের রাজনৈতিক ডিএনএ-র কোনও ফারাক নেই। মোদী কংগ্রেসমুক্ত ভারত চান, দিদি ডাক দিয়েছিলেন বিরোধীশূন্য পঞ্চায়েতের। দল ভাঙানোর ক্ষেত্রেও এখন বিজেপি তৃণমূলের পথেই চলতে চাইছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement