প্রতীকী ছবি।
বিধানসভা ভোটের চার মাস আগেও রাজ্যের বুথ স্তরে দলের সংগঠন মজবুত করতে বার বার নির্দেশ দিতে হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে। এ বার সেই নির্দেশ মানতে ‘আমার বুথ সবচেয়ে মজবুত’ শীর্ষক প্রচার অভিযান শুরু করল বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার এই অভিযানের আনুষ্ঠানিক সূচনা করে বলেন, ‘‘এই অভিযানের উদ্দেশ্য প্রতি বুথের সব বাড়িতে বিজেপির কথা পৌঁছে দেওয়া, তৃণমূলের অপশাসন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাফল্য মানুষের সামনে তুলে ধরা।’’ দিলীপবাবুর মতে, রাজ্যে বিজেপি সরকার গড়লে তবেই এখানকার মানুষ কেন্দ্রের জনমুখী প্রকল্পগুলির সুবিধা পাবেন। তিনি জানান, বিজেপির বুথ সভাপতিরা বাড়িতে বাড়িতে গিয়ে এই কথাই প্রচার করে দলের সমর্থনে ভোট চাইবেন। ভোটার তালিকায় নাম তোলার এবং নাম স্থানান্তরিত করার ফর্মও সঙ্গে থাকবে তাঁদের। পাশাপাশি, প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষকে যুক্ত করার চেষ্টাও করবেন তাঁরা। এই অভিযানের প্রচারের জন্য একটি গানও বেঁধেছে বিজেপি।
দলের সংগঠন মজবুত করতে বিজেপির কেন্দ্রীয় নেতারা এর আগেও বহু বার রাজ্য, জেলা, মণ্ডল, শক্তিকেন্দ্র এবং বুথ স্তরকে গুচ্ছ গুচ্ছ কর্মসূচি দিয়েছেন। বিজেপি সূত্রের খবর, প্রতি ক্ষেত্রেই সে সব রূপায়ণে ‘ফাঁকির চেষ্টা’ তাঁদের চোখে ধরা পড়েছে। তাই তার পর থেকে চালু হয়েছে কাজের ‘প্রমাণ’ দেওয়ার রীতি। যেমন- সদস্য সংগ্রহ অভিযানে ভুয়ো সংখ্যা দেখানো ঠেকাতে নতুন সদস্যের নাম, বাড়ির ঠিকানা, ফোন নম্বর এবং ছবি জমা দেওয়ার ফরমান দিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ‘আমার বুথ সবচেয়ে মজবুত’ কর্মসূচির ক্ষেত্রে ফাঁকি ঠেকাতে তাঁদের নির্দেশ— কোনও বাড়িতে জনসংযোগে গেলে সেখানে গোল স্টিকার লাগিয়ে আসতে হবে। দলের কাছে জমা দিতে হবে তার ছবি।
দিলীপবাবু এ দিন আরও জানান, দলের কোনও না কোনও নেতা বুথ সভাপতির বাড়ি গিয়ে তাঁকে ‘সম্মানিত’ করবেন। তাঁর বাড়িতে নাম, বুথ নম্বর এবং বিধানসভার নাম-সমেত নেমপ্লেট লাগিয়ে দেওয়া হবে। তা ছাড়া, রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে বুথ সভাপতিদের দেওয়া হয়েছে উত্তরীয়, দলীয় পতাকা, ব্যাগ, অভিযানের বিবরণ লেখার জন্য ডায়েরি, মাস্ক এবং স্যানিটাইজার।