জখম অভিজিৎ দাস। —নিজস্ব চিত্র।
দুষ্কৃতীদের মারে জখম হলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা বিজেপির সভাপতি ও সহ সভাপতি। জখম অভিজিৎ দাস ও সুফল ঘাঁটুইকে ভর্তি করা হয় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে। পরে কলকাতায় ‘রেফার’ করা হয়। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে ডায়মন্ড হারবারের ১১৭ নম্বর জাতীয় সড়কের কপাটহাট মোড়ে।
এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে দাবি পুলিশের। সুফলের অভিযোগ, তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। ডায়মন্ড হারবার ১ ব্লক তৃণমূল যুব সভাপতি গৌতম অধিকারীর দাবি, ‘‘এর সঙ্গে আমাদের দলের সম্পর্ক নেই। ওদের গোষ্ঠী-কোন্দল।’’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দলে বৈঠকে যোগ দিতে আসেন জেলার ওই দুই নেতা। অভিযোগ, বেলা ৩টে নাগাদ ডায়মন্ড হারবারের দিকে যাওয়ার সময়ে জনা চল্লিশ দুষ্কৃতী গাড়ি ঘিরে ধরে। দুই নেতাকে গাড়ি থেকে টেনে নামিয়ে শুরু হয় মারধর।