জগৎ প্রকাশ নড্ডা, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। —ফাইল চিত্র।
কেন্দ্রে বিজেপি সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে জুন মাসেই রাজ্যে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডার। কিন্তু এরই মধ্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। বিজেপি সূত্রের খবর, এই পরিস্থিতিতে এখনই মোদী-শাহদের বাংলায় আসার সম্ভাবনা কার্যত নেই। কোনও রাজ্যেই স্থানীয় প্রশাসনের নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রচারে আসার রীতি নেই। কেন্দ্রীয় সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে কর্মসূচিতে মোদী বা শাহ বাংলায় এলেও এখন তা পঞ্চায়েত ভোটের সঙ্গে জুড়ে যেত। তাই পঞ্চায়েত নির্বাচনের আবহে রাজ্যে সম্ভবত আসা হচ্ছে না তিন শীর্ষ নেতার। পঞ্চায়েত নির্বাচন শেষ হলে তাঁদের ওই সভা হতে পারে।
পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে শুক্রবার থেকেই। মনোনয়নের জন্য পর্যাপ্ত সময়, সিভিক ভলান্টিয়ারদের নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখা, সুষ্ঠ ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি। কিন্তু একই সঙ্গে জেলায় জেলায় নির্দেশিকা পাঠিয়ে বলে দেওয়া হয়েছে, আদালতের নির্দেশের অপেক্ষা না করে মনোনয়নপত্র জমা দিয়ে দিতে হবে। জেলায় জেলায় মনোনয়নপত্র-সহ যে নির্দেশিকা পাঠানো হয়েছে, সেখানে কী ভাবে মনোনয়নপত্র পূরণ করতে হবে, কী কী নথি সঙ্গে রাখতে হবে, সেই কথা বলা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রতীক জেলা সভাপতি দেবেন। জেলা পরিষদের প্রার্থীদের প্রতীক রাজ্য সভাপতি দেবেন। সূত্রের খবর, শীঘ্র রাজ্য নেতৃত্ব বৈঠকে বসে পঞ্চায়েত নির্বাচন নিয়ে পরিবর্তী সিদ্ধান্ত নেবেন।