রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। —ফাইল চিত্র।
কসবার প্রতিষেধক-কাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় তাদের বিক্ষোভ কর্মসূচি শুরুতেই পুলিশ আটকে দিয়েছে বলে অভিযোগ করল বিজেপি। বৃহস্পতিবার ওই বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের অভিযোগ, বেশির ভাগ জায়গাতে বিক্ষোভ শুরুর মুহূর্তেই পুলিশ তা আটকে দিয়েছে। এই প্রেক্ষিতে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের দলতন্ত্রের অভিযোগ করেছেন শমীকবাবু।
তাঁর কথায়, ‘‘পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল আন্দোলন করলে তাদের আটকানো হয় না। শুধু আমরা প্রতিষেধক নিয়ে দুর্নীতির প্রতিবাদ করলেই যত আপত্তি? এটা গণতন্ত্র নয়। এটা দলতন্ত্র।’’ এই প্রসঙ্গে শমীকবাবু অবশ্য জানিয়ে রেখেছেন, পেট্রল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে তাঁরাও চিন্তিত। তিনি বলেন, ‘‘মানুষ এই বিষয়টায় অস্বস্তিতে। আমরাও খুব চিন্তিত। দলের তরফে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলা হবে।’’
তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য বলেন, ‘‘প্রতিষেধক নিয়ে যাবতীয় কেলেঙ্কারি কেন্দ্র করছে। রাজ্যের প্রাপ্য প্রতিষেধক তারা পাঠাচ্ছে না। সেটা থেকে মানুষের নজর ঘোরাতে বিজেপি রাস্তায় নেমে নাটক করতে গিয়েছিল। বিনা অনুমতিতে কর্মসূচি করলে পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নিয়েছে।’’ তাঁর আরও বক্তব্য, ‘‘এ রাজ্যে কোনও টিকা-দুর্নীতি নেই। কসবার ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা। প্রতারককে পুলিশ গ্রেফতার করেছে। আর পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপি আবার কেন্দ্রের সঙ্গে কী কথা বলবে? ওদের তো আগে ক্ষমা চাওয়া উচিত!’’