প্রতীকী ছবি।
চোখের চিকিৎসা করাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুবাইয়ে যাওয়া নিয়ে ইডির আপত্তি খারিজ করেছে কলকাতা হাই কোর্ট। শুনানিতে ইডির আইনজীবী সওয়াল করেন, ফেরার বিনয় মিশ্র দুবাইয়ে রয়েছেন। তাদের আশঙ্কা, অভিষেক বিনয়ের সঙ্গে যোগসাজশ করে দেশ ছেড়ে পালাতে পারেন। যদিও এই সওয়ালেই বিচারপতির ভর্ৎসনার মুখে পড়ে ইডি। বিচারপতি বিবেক চৌধুরী বিস্মিত হয়ে প্রশ্ন করেন, বিনয় মিশ্র দুবাইয়ে আছেন জেনেও তাঁকে ধরছেন না!
বৃহস্পতিবার ইডির আইনজীবী এম ভি রাজু সওয়ালে বলেন, ‘‘আমাদের কাছে খবর আছে, বিনয় মিশ্র পালিয়ে দুবাইতে রয়েছেন। তাঁর সেখানে বাড়ি রয়েছে। ফলে এই ঘটনার সঙ্গে যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে। বিনয়ের নামে রেড কর্নার নোটিস জারি করা হয়েছে।’’ এর পরই তিনি বলেন, ‘‘আমাদের অনুমান অভিষেক তাঁর সঙ্গে দেখা করতে পারেন। ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত একাধিবার বিনয়ের সঙ্গে সফর করেছেন অভিষেক। বিনয় আগেই দেশ ছাড়া হয়েছেন। এখন আমাদের আশঙ্কা অভিষেকও পালিয়ে যেতে পারেন।’’ বিচারপতি বিবেক চৌধুরী তখন পাল্টা প্রশ্ন করেন, ‘‘কেন্দ্রীয় সরকার এবং ইডি যদি জেনে থাকে বিনয় মিশ্র দুবাইতে আছেন তা হলে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? কেন গ্রেফতার করা হচ্ছে না?’’ জবাবে ইডির আইনজীবী বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের তরফে চেষ্টা চালানো হচ্ছে।’’
অভিষেকের দেশ ছেড়ে পালানো প্রসঙ্গে বিচারপতি ইডিকে কার্যত ভর্ৎসনার সুরে প্রশ্ন করেন, ‘‘এই মামলায় প্রধান অভিযুক্ত হিসাবে বিনয় মিশ্রকে চিহ্নিত করেছে ইডি। অথচ এখনও তারা তাঁকে ধরতেই পারেনি। এখন ইডি বলছে, দুবাইতে বিনয়ের সঙ্গে অভিষেক দেখা করতে পারেন।’’ এর পরই সস্ত্রীক অভিষেকের দুবাই যাত্রায় ছাড়পত্র দেন বিচারপতি। তবে অভিষেককে বিমানের টিকিট, হোটেলের ফোন নম্বর, হাসপাতালের নাম ইডিকে দিতে হবে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।