প্রশ্নের মুখে বিমান

সিপিএমের পক্ষ থেকে বৃহত্তর বাম ঐক্যের কথা বলা হচ্ছে। অথচ দলের নেতা গৌতম দেব কখনও কংগ্রেসের সঙ্গে জোটের প্রশ্নে ইতিবাচক কথা বলছেন, কখনও মুকুল রায়ের জন্য দরজা খোলা রাখার কথা বলছেন। এ বিষয়ে শুক্রবার ১৭টি বাম দলের বৈঠকে প্রশ্নের মুখে পড়েন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

Advertisement
শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৫ ০৩:৩৭
Share:

সিপিএমের পক্ষ থেকে বৃহত্তর বাম ঐক্যের কথা বলা হচ্ছে। অথচ দলের নেতা গৌতম দেব কখনও কংগ্রেসের সঙ্গে জোটের প্রশ্নে ইতিবাচক কথা বলছেন, কখনও মুকুল রায়ের জন্য দরজা খোলা রাখার কথা বলছেন। এ বিষয়ে শুক্রবার ১৭টি বাম দলের বৈঠকে প্রশ্নের মুখে পড়েন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বাম নেতাদের তিনি জানান, গৌতমবাবু অসুস্থ। তিনি যা বলেছেন, তা তাঁর নিজের কথা। দলের কথা নয়। এ দিন আলিমুদ্দিনের বৈঠকে সিপিআই (এমএল) লিবারেশনের রাজ্য সম্পাদক পার্থ ঘোষ বিমানবাবুকে বলেন, গৌতমবাবুর কথায় বাম মহলে বিভ্রান্তি ছড়াচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement