WB Panchayat Election 2023

অবাধ নির্বাচনের জন্য বুথে তিনটি ভোটদান কক্ষ জরুরি, নির্বাচন কমিশনারকে চিঠি বিমানের

বিমান এ-ও জানিয়েছেন, এ বার প্রশিক্ষণের সময় ভোট কক্ষের সংখ্যার বিষয়ে বিভিন্ন ধরনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভোটকর্মীরা। কোনও জেলায় তিনটি এবং কোনও জেলায় একটি ভোট কক্ষের কথা বলা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ জুলাই ২০২৩ ২২:১০
Share:

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। — ফাইল চিত্র।

সুষ্ঠু এবং অবাধ পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রত্যেক বুথে তিনটি ভোটদান কক্ষের প্রয়োজন। এই অনুরোধ জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহকে চিঠি দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

Advertisement

পঞ্চায়েত ভোটের প্রতি বুথে কেন তিনটি কক্ষ প্রয়োজন, তা-ও চিঠিতে জানিয়েছেন বিমান। তিনি লিখেছেন, ‘‘সাধারণত অন্যান্য ভোটের তুলনায় পঞ্চায়েত নির্বাচনে বেশি সংখ্যক ভোটার অংশগ্রহণ করেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেক ভোটারকে তিনটি ব্যালট পেপারে পর্যায়ক্রমে ভোট দিতে হয়। তাই ভোটদানে সময় বেশি লাগে।’’ সে কারণেই তিনটি ভোটকক্ষের প্রয়োজন বলে জানিয়েছেন বিমান।

বিমান এ-ও জানিয়েছেন, এ বার প্রশিক্ষণের সময় ভোট কক্ষের সংখ্যার বিষয়ে বিভিন্ন ধরনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভোটকর্মীরা। কোনও জেলায় তিনটি এবং কোনও জেলায় একটি ভোট কক্ষের কথা বলা হয়েছে। বিমানের দাবি, এই বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকা প্রয়োজন। তাঁর মতে, একটি বা দু’টি ভোটদান কক্ষ থাকলে ভোট দেওয়ার প্রক্রিয়া আরও দীর্ঘ হবে। এতে ভোটাররা বিরক্ত হতে পারেন। ভোটারদের ধৈর্যচ্যুতির কারণে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এ সব কারণে বিঘ্নিত হতে পারে ভোটদান প্রক্রিয়া। এ প্রসঙ্গে পঞ্চায়েত ভোটে মনোনয়ন পর্বে অশান্তির কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। বিমানের অনুরোধ, এই পরিস্থিতিতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য প্রতিটি বুথে তিনটি ভোটদান কক্ষ রাখা উচিত। নির্বাচন কমিশনার এই নিয়ে পদক্ষেপ গ্রহণ করবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement