বামফ্রন্টের চেয়্যারম্যান হিসেবে অশীতিপর বিমান বসুকেই রেখে দিতে চায় সিপিএম। ফাইল চিত্র।
বয়স-নীতি মেনে দলের সব পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। কিন্তু বামফ্রন্টের চেয়্যারম্যান হিসেবে অশীতিপর বিমান বসুকেই রেখে দিতে চায় সিপিএম। বামফ্রন্ট পরিচালনায় বিমানবাবুর দীর্ঘ দিনের অভিজ্ঞতা ও কুশলতা মাথায় রেখে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলী এই সিদ্ধান্ত নিয়েছে। দলের রাজ্য কমিটির বৈঠকের শেষ দিনে, আজ, বুধবার আনুষ্ঠানিক ভাবে ওই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে সিপিএম সূত্রের খবর।
দলের সর্বস্তরে এখন বয়স-নীতি কার্যকর করেছে সিপিএম। শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ থাকলেও কোনও ভাবেই দলীয় নীতির ‘ব্যতিক্রম’ হতে চাননি বিমানবাবু। দলের সব কমিটি থেকে সরে যাওয়ার পরে এখন বাইরে কর্মসূচিতে যাওয়া আরও বাড়িয়ে দিয়েছেন। কয়েক দিন আগেই পা দিয়েছেন ৮৩ বছরে। নানা বিষয়ে শরিকদের মধ্যে মতের ফারাক থাকলেও বামফ্রন্টের মাথায় বিমানবাবুকেই দেখতে চেয়েছেন সব শরিক দলের নেতৃত্ব। সেই ভাবনায় একমত সিপিএমের রাজ্য নেতৃত্বও। দলের প্রথা মেনে বামফ্রন্টের চেয়ারম্যান পদে ফের তাঁর নামেই তই আনুষ্ঠানিক সিলমোহর পড়তে চলেছে। দু’দিনের রাজ্য কমিটির বৈঠকের প্রথম দিন, মঙ্গলবার বিভিন্ন সাংগঠনিক কমিটি ও সাব-কমিটি গঠন এবং পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। শুধুই রাজ্য স্তরের বিষয় নিয়ে পড়ে না থেকে পঞ্চায়েত স্তরের নানা বিষয় চিহ্নিত করে আন্দোলন গড়ে তোলার কথা হয়েছে এ দিন।