ফাইল চিত্র।
বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে সিইএসসি-র দফতরের সামনে বিক্ষোভ-অবস্থান করেছিলেন তাঁরা। ধর্মতলার কাছে ৭ বছর আগের সেই কর্মসূচির জন্য আদালতে হাজিরা দিয়ে জামিন নিতে হল বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের পলিটবুরো সদস্য সূর্যকান্ত মিশ্রকে। ব্যাঙ্কশাল কোর্টে মঙ্গলবার তাঁদের ৫০০ টাকা করে বন্ডের বিনিময়ে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে।
সিইএসসি-র দফতর ভিক্টোরিয়া হাউসের সামনে ২০১৫ সালের অক্টোবর মাসে দিনভর বিক্ষোভ-অবস্থানের ডাক দিয়েছিল কলকাতা জেলা বামফ্রন্ট। সেই অবস্থানকে ‘বেআইনি জমায়েত’ বলে আখ্যা দিয়ে বাম নেতাদের বিরুদ্ধে মামলা রুজু করেছিল পুলিশ। সিপিআইয়ের তৎকালীন রাজ্য সম্পাদক মঞ্জুকুমার মজুমদার, সিপিএমের তদানীন্তন কলকাতা জেলা সম্পাদক নিরঞ্জন চট্টোপাধ্যায়ের নামেও মামলা হয়েছিল। তাঁরাও এ দিন ব্যাঙ্কশাল কোর্টে হাজির হয়েছিলেন। সিটু নেতা নিজামুদ্দিনের নামেও মামলা ছিল, তবে এর মধ্যে তিনি প্রয়াত হয়েছেন। বিমানবাবুর অবশ্য দাবি, পুলিশকে জানিয়ে এবং অনুমতি নিয়েই ৭ বছর আগের ওই কর্মসূচি হয়েছিল। ‘বেআইনি জমায়েতে’র অভিযোগ ভিত্তিহীন। বিমানবাবু বলেন, ‘‘আদালত জানতে চেয়েছিল, আমরা নিজেদের দোষী মনে করি কি না? বলেছি, আমরা নির্দোষ। আশা করি, এর পরে মামলার নিষ্পত্তি হয়ে যাবে।’’ পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ৪ নভেম্বর।