ফাইল চিত্র।
ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনায় কম পক্ষে ন’জনের মৃত্যু হয়েছে। তবে এখনও পর্যন্ত ছ’জনের পরিচয় জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছে রেল। আহত কমপক্ষে ৪৩ জন। ময়নাগুড়ি, জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকে।
এখনও পর্যন্ত যে ছ’জনের পরিচয় জানতে পেরেছে প্রশাসন, তা হলেন— লালু কুমার (৫৬), চিরঞ্জিৎ বর্মণ (২৩), সাহিদা খাতুন (১৭), সুবেশ রায় (৩৮), সুমন দে (৩৬), শান্তাদেবী পান (৪০)। বাকি তিন জনের পরিচয় এখনও যানা যায়নি।
জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আহত অবস্থায় ভর্তি রয়েছেন ২৩ জন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ছ’জন এবং ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে সাত জন ভর্তি রয়েছেন বলে রেল দফতর সূত্রে খবর।