সিজিও কমপ্লেক্স। — ফাইল ছবি।
গত এক দশকে বিধাননগর পুরসভার কাউন্সিলরদের সম্পত্তি বৃদ্ধির উৎস কী? তা নিয়ে তদন্তের আবেদন জানিয়ে ইডির কাছে স্মারকলিপি জমা দিল বিজেপির বিধাননগর শাখা। বুধবার, সিজিও কমপ্লেক্সে ইডির কার্যালয়ে হাজির হন বিধাননগরের বিজেপি নেতা-কর্মীরা। তাঁরা স্মারকলিপি জমা দিয়ে মূলত তৃণমূল কাউন্সিলরদের সম্পত্তি নিয়ে ইডির কাছে তদন্তের দাবি জানান।
বুধবার বেলা ১২টা নাগাদ সিজিও কমপ্লেক্সে যান বিজেপির প্রতিনিধিরা। বিজেপির অভিযোগ, গত ১০ বছরে বিধাননগরের তৃণমূল কাউন্সিলরদের সম্পত্তি বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। কোথা থেকে সম্পত্তি বৃদ্ধি পেল? আয়ের উৎস কী? তা জানতে এ বার ইডিকে তদন্তের দাবি জানাল বিজেপি। পাঁচ জনের প্রতিনিধিদল স্মারকলিপি জমা দিতে যায়। কিন্তু সরকারি দফতরে এক জনকেই ঢোকার অনুমতি দেওয়া হয়। বিজেপির এক প্রতিনিধি ভিতরে ঢুকে স্মারকলিপি জমা দেন।
বিধাননগরের বিজেপি নেতা সঞ্জয় পয়রা বলেন, ‘‘সূত্র মারফত আমরা খবর পেয়েছি যে, বিধাননগর পৌরনিগমের অনেক প্রাক্তন এবং বর্তমান প্রতিনিধির সম্পত্তি বিপুল পরিমাণে বেড়েছে। এমন পুর প্রতিনিধিও আছেন, যিনি নির্বাচনে যখন অংশগ্রহণ করেছিলেন তখন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৭৩ টাকা পড়ে ছিল। তাঁদের সম্পত্তি হাজার গুণ বৃদ্ধি পেল কোন জাদুতে! এটা অস্বাভাবিক। এর উৎস কী? এক-এক জন ২৪ লক্ষ, ৩০ লক্ষ টাকার গাড়ি কিনতে পারছেন কী করে? আমরা এই লুটের টাকার হিসাব জানতে চাই। এগুলো কার টাকা? এটা ইডির কাছে জানিয়েছি। আয়ের উৎস কী সেটা ইডি তদন্ত করে দেখুক।’’
সূত্রের খবর, বিজেপির এক প্রতিনিধিকে ইডির অফিসে ঢোকার অনুমতি দেওয়া হয়। তিনি তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে ইডিকে স্মারকলিপি জমা দেন।