‘দিদি’র টানে ভুটান প্রধানমন্ত্রী দেড় ঘণ্টা উজিয়ে পারো এয়ারপোর্টে

চার দিনের ভুটান সফর সেরে আজ সকালে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী। সকালে বিমান ধরার জন্য বিমানবন্দরে পৌঁছে চমক অপেক্ষা করছিল মমতার জন্য। সরকারি কর্মসূচিতে না থাকলেও, দেড় ঘণ্টা গাড়ি উজিয়ে হঠাত্ হাজির ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে।

Advertisement

দেবাশিস ভট্টাচার্য

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৫ ১২:৫১
Share:

ভুটানে রাজা-রানির সঙ্গে মুখ্যমন্ত্রী। ছবি: পিটিআই

চার দিনের ভুটান সফর সেরে আজ সকালে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী। কালকের রাতটা কাটালেন সুন্দর পাহাড়ি শহর পারোতে। রাজধানী থিম্পু থেকে পারোর দূরত্ব প্রায় ৫৪ কিলোমিটার। এই শহরেই রয়েছে ভুটানের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরটি। সকালে বিমান ধরার জন্য বিমানবন্দরে পৌঁছে চমক অপেক্ষা করছিল মমতার জন্য। সরকারি কর্মসূচিতে না থাকলেও, দেড় ঘণ্টা গাড়ি উজিয়ে হঠাত্ হাজির ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে। বিদায় জানিয়ে গেলেন ‘দিদি’কে। একই সঙ্গে জানিয়ে গেলেন, জানুয়ারি মাসে শিলিগুড়িতে শিল্প-বাণিজ্য সম্মেলনে তিনি আসছেনই। দু’দিন আগে প্রধানমন্ত্রী শেরিং তোগবে নিজে ড্রাইভ করে মমতাকে পৌঁছে দিয়েছিলেন হোটেলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement