ভবানীপুরে নির্বাচনী প্রচারে মমতা
দিল্লি আদালতে গুলি-কাণ্ড নিয়ে ভবানীপুরের নির্বাচনী জনসভায় বিজেপি-কে কড়া আক্রমণ শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যে ‘ভোটপরবর্তী হিংসা’ ও ‘মানবাধিকার লঙ্ঘন’ নিয়ে শাসক শিবিরের বিরুদ্ধে সরব বিজেপি। এ বার বিহার, উত্তরপ্রদেশ এবং অসমের প্রসঙ্গ টেনে গেরুয়া শিবিরকে পাল্টা বিঁধলেন মমতা।
নির্বাচনী সভায় মমতা বললেন, ‘‘বিজেপি শাসিত রাজ্যে কোনও আইন আছে নাকি? কোনও আইন নেই বিহার, উত্তরপ্রদেশে। অসমে কী হচ্ছে? পিটিয়ে মারছে পুলিশ। আজ তো দিল্লিতেও আদালতের ভিতর গুন্ডামির জন্য তিন জনের প্রাণ গিয়েছে।’’
শুক্রবার বেলার দিকে দিল্লির রোহিণীতে আদালতকক্ষের ভিতর দুই বিরোধী গ্যাংস্টার-গোষ্ঠীর মধ্যে গুলির লড়াইয়ে তিন জনের মৃত্যু হয়েছে। বর্তমানে কেন্দ্রীয়শাসিত অঞ্চল হিসেবে দিল্লির সরকারে আপ ক্ষমতায় থাকলেও পুলিশ-প্রশাসনের দায়িত্বে অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তার পরও গ্যাংস্টার গোষ্ঠী কী ভাবে আদালত চত্বরে আইনজীবীর পোশাকে ঢুকে এত বড় ঘটনা ঘটিয়ে ফেলল, তা নিয়েই প্রশ্ন তুললেন মমতা। জবরদখল হয়ে যাওয়া জমি উদ্ধারে বৃহস্পতিবার অসম পুলিশের অভিযান ঘিরে যে ঘটনা ঘটেছে, তা নিয়েও এ বার বিজেপি-র বিরুদ্ধে তোপ দাগলেন মমতা।
বিজেপি-শাসিত রাজ্যে হিংসা, মানবাধিকার লঙ্ঘন নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব। বিজেপি হিংসায় উন্মত্ত। নিত্য নিঠুর হত্যা। এত পাশবিক! এত দানবিক!’’