Mamata Banerjee

Bhabanipur Bypoll: এজেন্সি আর অস্ত্র দিয়ে নন্দীগ্রামে ভোট করেছে বিজেপি, ভবানীপুরে বললেন মমতা

ঝুঁকি নিয়েই ভবানীপুর থেকে নন্দীগ্রামে গিয়েছিলেন তিনি। কিন্তু বুঝতে পারেননি বিজেপি-র চক্রান্ত। ভবানীপুরে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১ ২১:০০
Share:

মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী

ঝুঁকি নিয়েই ভবানীপুর থেকে নন্দীগ্রামে গিয়েছিলেন তিনি। কিন্তু বুঝতে পারেননি বিজেপি-র চক্রান্ত। ভবানীপুরে নির্বাচনী জনসভা থেকে এ কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘আমায় সর্বশক্তি দিয়ে হারানোর চেষ্টা করেছিল বিজেপি। এজেন্সি দিয়ে, অস্ত্র দিয়ে ভোট করেছে ওরা।’’
মমতার অভিযোগ, নন্দীগ্রামে প্রথম থেকেই আমায় আঘাত করার পরিকল্পনা ছিল বিজেপি-র। তাঁর কথায়, ‘‘কারণ ওরা জানে আমি মাথা নত করি না। ভোটের সময়ে ডেলি প্যাসেঞ্জারি করত বিজেপি নেতারা। ৫০টা প্লেন ভাড়া নিয়েছিল। সারা ভারতবর্ষের যত মন্ত্রী, মুখ্যমন্ত্রী, চুনোপুঁটিদের নিয়ে এসেছে। সঙ্গে বন্দুকধারীদের নিয়ে এসেছে। কী না করেনি। আমায় যে ভাবেই হোক হারাতে হবে, এটাই চেয়েছিল ওরা।’’

Advertisement

ভবানীপুর কেন্দ্রে ফিরে আসা নিয়ে মমতা বলেন, ‘‘বি-তে ভবানীপুর আর বি-তেই ভারতবর্ষ। ভবানীপুর হেরে গেলে ভারতবর্ষ হেরে যাবে। আমার জন্ম, কর্ম সবকিছুই ভবানীপুর। এখানকার মাটি সোনার চেয়েও খাঁটি। আপনাদের আশীর্বাদেই আমি ছ’বার লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতেছি। কখনও ভবানীপুর নামে, কখনও চৌরঙ্গী নামে, কখনও আলিপুর নামে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement